শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

জাতীয় পতাকার রঙ অনুকরণে বিদ্যালয়ের সিঁড়ি রং

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: ০২:৩১:০৫ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২০
  • ৩২৪ বার পড়া হয়েছে

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা সদর উপজেলার উত্তর গিদারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিঁড়ি রং জাতীয় পতাকার রঙ অনুকরণ করে(আদলে) করার ঘটনায় এলাকায় তোলপাড় শুরু হয়েছে।
মাঝে লাল ও দু’পাশে সবুজ রঙে রঙিন করা হয় সিঁড়িটি।

স্থানীয় লোকজনের নজরে এলে বিষয়টি নিয়ে এলাকার সুধীজনের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এমন ঘৃন এবং দেশ দ্রোহী আচরনের জন্য তারা প্রধান শিক্ষক ও সভাপতির বিচার দাবি করেন।
স্থানীয়রা জানান, গত বুধবার বিকেলের দিকে রঙ করা হয় গাইবান্ধা সদর উপজেলার মালিবাড়ী ইউনিয়নের উত্তর গিদারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের
দ্বিতীয় তলায় ওঠার ওই সিঁড়িটি। পিইডিপি-৩  প্রকল্পের ২ লাখ ৪৪ হাজার টাকা ব্যয়ে বিভিন্ন সংস্কার কাজ করার অংশ হিসেবে ওই রঙের কাজ করা হয়। এতে বিদ্যালয় ভবন নতুনভাবে রঙ করার পাশাপাশি ভবনের বিভিন্ন অংশে চিত্র
আঁকা ও বর্ণ লেখাসহ সিঁড়ি রঙিন কাজ করা হয়। বুধবার বিকেলে চিত্রশিল্পী সাদ্দাম হোসেন সিঁড়িটি লাল-সবুজে সৃজন করলে বিষয়টি সবার নজরে আসে। সিঁড়িটির মাঝে লাল এবং দু’পাশে সবুজ রঙে রঙিন করা হয়। জাতীয় পতাকার অনুকরণে রঙ করায় তখনই এলাকার অনেকে প্রতিবাদ জানায়। এতেও কর্ণপাত না করে সাদ্দাম তার কাজ শেষ করে। ওই রঙ পদদলিত করে অনেকে সিঁড়ি বেয়ে ছাদে যায় এবং নিচে নেমে আসে।

এ ব্যাপারে এলাকাবাসীর পক্ষে আজিজুর রহমান বলেন, এ ধরণের ঘটনা মেনে নেওয়া যায় না। সিঁড়িতে জাতীয় পতাকার আদলে রঙ করা হয়েছে কার নির্দেশে। তার বিচার চায় এলাকাবাসী। তিনি আরও বলেন, এতবড় একটি সংস্কার কাজ করা হচ্ছে। অথচ কোন তদারকী কমিটি নেই। কখনই তা কারও চোখে পড়েনি। কেন তদারকী কমিটি গঠন করা হয়নি? আর যদি তদারকি
কমিটি গঠন করা হয়ে থাকে তাহলে সেই কমিটি কোনভাবেই দায় এড়াতে
পারবে না।

জনপ্রিয়

মারধর করে জমি লিখে নিয়ে পুত্র এবং প্রধানশিক্ষিকা পুত্রবধু মিলে বিতাড়িত করল বৃদ্ধ বাবা-মা কে

error: Content is protected !!

জাতীয় পতাকার রঙ অনুকরণে বিদ্যালয়ের সিঁড়ি রং

প্রকাশের সময়: ০২:৩১:০৫ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২০

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা সদর উপজেলার উত্তর গিদারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিঁড়ি রং জাতীয় পতাকার রঙ অনুকরণ করে(আদলে) করার ঘটনায় এলাকায় তোলপাড় শুরু হয়েছে।
মাঝে লাল ও দু’পাশে সবুজ রঙে রঙিন করা হয় সিঁড়িটি।

স্থানীয় লোকজনের নজরে এলে বিষয়টি নিয়ে এলাকার সুধীজনের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এমন ঘৃন এবং দেশ দ্রোহী আচরনের জন্য তারা প্রধান শিক্ষক ও সভাপতির বিচার দাবি করেন।
স্থানীয়রা জানান, গত বুধবার বিকেলের দিকে রঙ করা হয় গাইবান্ধা সদর উপজেলার মালিবাড়ী ইউনিয়নের উত্তর গিদারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের
দ্বিতীয় তলায় ওঠার ওই সিঁড়িটি। পিইডিপি-৩  প্রকল্পের ২ লাখ ৪৪ হাজার টাকা ব্যয়ে বিভিন্ন সংস্কার কাজ করার অংশ হিসেবে ওই রঙের কাজ করা হয়। এতে বিদ্যালয় ভবন নতুনভাবে রঙ করার পাশাপাশি ভবনের বিভিন্ন অংশে চিত্র
আঁকা ও বর্ণ লেখাসহ সিঁড়ি রঙিন কাজ করা হয়। বুধবার বিকেলে চিত্রশিল্পী সাদ্দাম হোসেন সিঁড়িটি লাল-সবুজে সৃজন করলে বিষয়টি সবার নজরে আসে। সিঁড়িটির মাঝে লাল এবং দু’পাশে সবুজ রঙে রঙিন করা হয়। জাতীয় পতাকার অনুকরণে রঙ করায় তখনই এলাকার অনেকে প্রতিবাদ জানায়। এতেও কর্ণপাত না করে সাদ্দাম তার কাজ শেষ করে। ওই রঙ পদদলিত করে অনেকে সিঁড়ি বেয়ে ছাদে যায় এবং নিচে নেমে আসে।

এ ব্যাপারে এলাকাবাসীর পক্ষে আজিজুর রহমান বলেন, এ ধরণের ঘটনা মেনে নেওয়া যায় না। সিঁড়িতে জাতীয় পতাকার আদলে রঙ করা হয়েছে কার নির্দেশে। তার বিচার চায় এলাকাবাসী। তিনি আরও বলেন, এতবড় একটি সংস্কার কাজ করা হচ্ছে। অথচ কোন তদারকী কমিটি নেই। কখনই তা কারও চোখে পড়েনি। কেন তদারকী কমিটি গঠন করা হয়নি? আর যদি তদারকি
কমিটি গঠন করা হয়ে থাকে তাহলে সেই কমিটি কোনভাবেই দায় এড়াতে
পারবে না।