শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

 অবশেষে নলডাঙ্গা স্টেশনে রংপুর এক্সপ্রেসের যাত্রা বিরতি

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: ০৬:৩৫:৫২ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২০
  • ২৬০ বার পড়া হয়েছে

সাদুল্যাপুর প্রতিনিধি: গাইবান্ধা-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতির প্রচেষ্টায় সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা রেলস্টেশনে রংপুর এক্সপ্রেস ট্রেনটি অবশেষে যাত্রা বিরতি দিয়েছে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ঢাকা হতে রংপর অভিমুখে যাওযার সময় নলডাঙ্গা রেলস্টেশনে ট্রেনটি ২ মিনিটের যাত্রা বিরতি দেয়। এ খবর স্থানীয়রা জানতে পেরে আনন্দ উল্লাসে ফেটে পড়ে।

স্থানীয়রা জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রংপুর বাসি স্বাচ্ছন্দ্যে ও সহসায় ঢাকা চলাচলের বিষয়টি বিবেচনা করে রংপুর এক্সপ্রেস ট্রেনটি বিগত ২০১১ সালে চালু করা করেন। তৎকালীন যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেন রংপুরে এসে ট্রেনটি উদ্বোধন করেন।

সেইদিন থেকে ট্রেনটি টানা নয় বছর নিয়মিত যাত্রা বিরতি দিয়ে আসছিল। সম্প্রতি করোনা পরিস্থিতির কারনে সকল ট্রেন বন্ধ রাখা হয়। গত ৫ সেপ্টেম্বর ট্রেনটি পুনঃরায় চালু করা হলে রেল কর্তৃপক্ষ কোন রকম পূর্ব ঘোষনা ছাড়াই ওই স্টেশনে ট্রেনটি স্টপেজ না দিয়ে দ্রুত চলে যায়। এ খবর সর্বত্রই জানাজানি হলে উত্তাল হয়ে উঠে এ অঞ্চলের সর্বস্তরের হাজারো জনতা। তারা ফের ট্রেনটি স্থায়ী স্টেপেজের দাবিতে আন্দোলন সংগ্রাম শুরু করেন।

এমতবস্থায় বিষয়টি গাইবান্ধা -৩ আসনের এমপি এ্যাডঃ উম্মে কুলসুম স্মৃতির ঐকান্তিক প্রচেষ্টায় এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবায়ন হয়েছে। এজন্য অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি এমপি ও রেলপথ মন্ত্রীর প্রতি চিরকৃতজ্ঞতা প্রকাশ করেছেন এলাকাবাসি।

জনপ্রিয়

মারধর করে জমি লিখে নিয়ে পুত্র এবং প্রধানশিক্ষিকা পুত্রবধু মিলে বিতাড়িত করল বৃদ্ধ বাবা-মা কে

error: Content is protected !!

 অবশেষে নলডাঙ্গা স্টেশনে রংপুর এক্সপ্রেসের যাত্রা বিরতি

প্রকাশের সময়: ০৬:৩৫:৫২ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২০

সাদুল্যাপুর প্রতিনিধি: গাইবান্ধা-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতির প্রচেষ্টায় সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা রেলস্টেশনে রংপুর এক্সপ্রেস ট্রেনটি অবশেষে যাত্রা বিরতি দিয়েছে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ঢাকা হতে রংপর অভিমুখে যাওযার সময় নলডাঙ্গা রেলস্টেশনে ট্রেনটি ২ মিনিটের যাত্রা বিরতি দেয়। এ খবর স্থানীয়রা জানতে পেরে আনন্দ উল্লাসে ফেটে পড়ে।

স্থানীয়রা জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রংপুর বাসি স্বাচ্ছন্দ্যে ও সহসায় ঢাকা চলাচলের বিষয়টি বিবেচনা করে রংপুর এক্সপ্রেস ট্রেনটি বিগত ২০১১ সালে চালু করা করেন। তৎকালীন যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেন রংপুরে এসে ট্রেনটি উদ্বোধন করেন।

সেইদিন থেকে ট্রেনটি টানা নয় বছর নিয়মিত যাত্রা বিরতি দিয়ে আসছিল। সম্প্রতি করোনা পরিস্থিতির কারনে সকল ট্রেন বন্ধ রাখা হয়। গত ৫ সেপ্টেম্বর ট্রেনটি পুনঃরায় চালু করা হলে রেল কর্তৃপক্ষ কোন রকম পূর্ব ঘোষনা ছাড়াই ওই স্টেশনে ট্রেনটি স্টপেজ না দিয়ে দ্রুত চলে যায়। এ খবর সর্বত্রই জানাজানি হলে উত্তাল হয়ে উঠে এ অঞ্চলের সর্বস্তরের হাজারো জনতা। তারা ফের ট্রেনটি স্থায়ী স্টেপেজের দাবিতে আন্দোলন সংগ্রাম শুরু করেন।

এমতবস্থায় বিষয়টি গাইবান্ধা -৩ আসনের এমপি এ্যাডঃ উম্মে কুলসুম স্মৃতির ঐকান্তিক প্রচেষ্টায় এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবায়ন হয়েছে। এজন্য অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি এমপি ও রেলপথ মন্ত্রীর প্রতি চিরকৃতজ্ঞতা প্রকাশ করেছেন এলাকাবাসি।