শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

শ্বশুরবাড়ি যাওয়ার পথে ট্রাকচাপায় প্রাণ হারালো জামাই

বীরগঞ্জ (দিনাজপুর) সংবাদদাতা: দিনাজপুরের বীরগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আজিজার রহমান (৪৫) নামে এক মোটরসাইকেল চালক মারা গেছেন। সে বীরগঞ্জ উপজেলার ভোগনগর ইউনিয়নের এলাইগাঁও গ্রামের মৃতঃ মনছুর আলীর ছেলে।

সোমবার (২৫ জানুয়ারী) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা -পঞ্চগড় মহাসড়কের ২৫ মাইল প্রাণনগর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মতিন প্রধান।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার মোহাম্মপুর ইউনিয়নের মাহানপুরে শ্বশুরবাড়ী যাওয়ার পথে ২৫ মাইল নামক স্থানে পৌঁছালে পঞ্চগড় গামী একটি ট্রাক তাকে পেছন থেকে ধাক্কা দিলে ঘটনা স্থলেই মারা যান আজিজার রহমান। ওসি আব্দুল মতিন প্রধান বলেন, দুর্ঘটনার পরই ট্রাক নিয়ে পালিয়ে যায় চালক। চালককে আটকের চেষ্টা চলছে।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি অপমৃত্যুর মামলা করেছে। নিহত ব্যক্তির পরিবারের কোন অভিযোগ না থাকায় বীরগঞ্জ ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের সহযোগিতায় লাশটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

জনপ্রিয়

মারধর করে জমি লিখে নিয়ে পুত্র এবং প্রধানশিক্ষিকা পুত্রবধু মিলে বিতাড়িত করল বৃদ্ধ বাবা-মা কে

error: Content is protected !!

শ্বশুরবাড়ি যাওয়ার পথে ট্রাকচাপায় প্রাণ হারালো জামাই

প্রকাশের সময়: ০৪:১৮:১৩ অপরাহ্ন, সোমবার, ২৫ জানুয়ারী ২০২১

বীরগঞ্জ (দিনাজপুর) সংবাদদাতা: দিনাজপুরের বীরগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আজিজার রহমান (৪৫) নামে এক মোটরসাইকেল চালক মারা গেছেন। সে বীরগঞ্জ উপজেলার ভোগনগর ইউনিয়নের এলাইগাঁও গ্রামের মৃতঃ মনছুর আলীর ছেলে।

সোমবার (২৫ জানুয়ারী) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা -পঞ্চগড় মহাসড়কের ২৫ মাইল প্রাণনগর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মতিন প্রধান।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার মোহাম্মপুর ইউনিয়নের মাহানপুরে শ্বশুরবাড়ী যাওয়ার পথে ২৫ মাইল নামক স্থানে পৌঁছালে পঞ্চগড় গামী একটি ট্রাক তাকে পেছন থেকে ধাক্কা দিলে ঘটনা স্থলেই মারা যান আজিজার রহমান। ওসি আব্দুল মতিন প্রধান বলেন, দুর্ঘটনার পরই ট্রাক নিয়ে পালিয়ে যায় চালক। চালককে আটকের চেষ্টা চলছে।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি অপমৃত্যুর মামলা করেছে। নিহত ব্যক্তির পরিবারের কোন অভিযোগ না থাকায় বীরগঞ্জ ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের সহযোগিতায় লাশটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।