আজ ১৮ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা মে, ২০২৪ ইং

অধ্যক্ষের ওপর হামলার ঘটনায় হামলাকারীর শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ 

বিশেষ প্রতিনিধি : গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ খলিলুর রহমানের ওপর বর্বরোচিত হামলার ঘটনায় হামলাকারীর শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন গাইবান্ধার সাধারণ ছাত্রছাত্রীবৃন্দ।

আজ বৃহস্পতিবার দুপুরে শহরের ডিবি রোডে গানাসাস মার্কেটের সামনে রাস্তায় মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে।

সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন সাগর আহমেদ, মিল্লাত হোসাইন, রবিউল ইসলাম, জাহিদ রায়হান, রায়হান রিফাত, বাংলাদেশ ছাত্রলীগ সদর উপজেলা শাখার সভাপতি রায়হান সরকার, জান্নাতুল মাওয়া, তিতুমীর প্রধান, গাইবান্ধা কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন।

এসময় মানববন্ধনে একাত্মতা ঘোষণা করেন সহকারি অধ্যাপক সিদ্দিকুর রহমান, দর্ষণ বিভাগের সহকারী অধ্যাপক জিল্লুর রহমান (শাহিন), সহযোগী অধ্যাপক আনিসা আক্তার বেগম চৌধুরী, সাধারণ ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক সামিউল ইসলাম, পদার্থ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোঃ আব্দুর রহিম প্রমুখ। বক্তারা হামলাকারীদের শাস্তি ও বকাঠে মুক্ত ক্যাম্পাসসহ সার্বিক নিরাপত্তার দাবী জানান মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচির মাধ্যমে।

উল্লেখ্য গতকাল ১৩ এপ্রিল দুপুরে গাইবান্ধা সরকারি কলেজ মাঠে কিছু বখাটে উচ্চ শব্দে মোটরসাইকেল চালিয়ে তীব্র গতিতে যাওয়ার সময় উক্ত কলেজের অধ্যক্ষ তাদের নিষেধ করলে বকাঠেরা অধ্যক্ষের ওপর বর্বরোচিত হামলা করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...