বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষার্থীদের উচ্চশিক্ষা নিশ্চিতের দাবিতে বিক্ষোভ

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: ০৩:২৫:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪
  • ১৭৬ বার পড়া হয়েছে

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধা কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষার্থীরা উচ্চশিক্ষা নিশ্চিতের দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছেন।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে “কৃষিই শক্তি, উচ্চ শিক্ষা মোদের যৌক্তিক দাবী” শীর্ষক স্লোগানে শহরের দুই নম্বর ট্রাফিক মোড়ে অবস্থান কর্মসূচি পালন করে তারা।

এর আগে গাইবান্ধা কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিক্ষার্থীরা। পরে শহরের দুই নং ট্রাফিক মোড়ে সমবেত হয়ে তারা অবস্থান কর্মসূচি পালন করে।

অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন, গাইবান্ধা কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষার্থী মুনতাসির, সাকিব, কাওছার শেখ, ইভা, মিতু, মারুফা এবং মিরাজ সহ কয়েকজন।

এ সময় তারা বলেন, কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের জন্য স্বতন্ত্র কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার করতে হবে। পাশাপাশি পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের জন্য নির্দিষ্ট আসন বরাদ্দ করতে হবে।

বক্তব্য প্রদানকালে শিক্ষার্থীরা আরও বলেন, “কৃষি শিক্ষার উন্নয়ন ও অগ্রগতির জন্য উচ্চশিক্ষা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। আমাদের যৌক্তিক দাবি মেনে নিতে হবে, তা না হলে আন্দোলন অব্যাহত থাকবে।”

জনপ্রিয়

মারধর করে জমি লিখে নিয়ে পুত্র এবং প্রধানশিক্ষিকা পুত্রবধু মিলে বিতাড়িত করল বৃদ্ধ বাবা-মা কে

error: Content is protected !!

কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষার্থীদের উচ্চশিক্ষা নিশ্চিতের দাবিতে বিক্ষোভ

প্রকাশের সময়: ০৩:২৫:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধা কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষার্থীরা উচ্চশিক্ষা নিশ্চিতের দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছেন।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে “কৃষিই শক্তি, উচ্চ শিক্ষা মোদের যৌক্তিক দাবী” শীর্ষক স্লোগানে শহরের দুই নম্বর ট্রাফিক মোড়ে অবস্থান কর্মসূচি পালন করে তারা।

এর আগে গাইবান্ধা কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিক্ষার্থীরা। পরে শহরের দুই নং ট্রাফিক মোড়ে সমবেত হয়ে তারা অবস্থান কর্মসূচি পালন করে।

অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন, গাইবান্ধা কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষার্থী মুনতাসির, সাকিব, কাওছার শেখ, ইভা, মিতু, মারুফা এবং মিরাজ সহ কয়েকজন।

এ সময় তারা বলেন, কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের জন্য স্বতন্ত্র কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার করতে হবে। পাশাপাশি পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের জন্য নির্দিষ্ট আসন বরাদ্দ করতে হবে।

বক্তব্য প্রদানকালে শিক্ষার্থীরা আরও বলেন, “কৃষি শিক্ষার উন্নয়ন ও অগ্রগতির জন্য উচ্চশিক্ষা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। আমাদের যৌক্তিক দাবি মেনে নিতে হবে, তা না হলে আন্দোলন অব্যাহত থাকবে।”