বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

মদ্যপান করে বেহুঁশ অবস্থায় দুই ব্যক্তিকে উদ্ধার

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: ০১:৫৫:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪
  • ১৩২ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে মদ্যপান করে মহাসড়কের পাশে বেহুঁশ অবস্থায় পড়ে থাকা দুই ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে।

বুধবার (৪ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কামারদহ ইউনিয়নের মোগলটুলি নামক স্থানে ঢাকা-রংপুর মহাসড়কের পাশে মোটরসাইকেলের উপর দু’জনকে বেহুঁশ অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে মোগলটুলি শাহ দেওয়ান বালিকা উচ্চ বিদ্যালয়ে নিয়ে যায়। এসময় দুজনের মাথায় পানি ঢেলে সেবা শুশ্রুষা করে তাদের হুঁশ ফেরানো হয়। পরে গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশকে ঘটনাটি মোবাইল ফোনে জানান।

উদ্ধারকৃত দুজনের পরিচয় পাওয়া গেছে। এদের মধ্যে গাইবান্ধা সদর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের বাসিন্দা লাল মিয়ার ছেলে আহাদুল ইসলাম (৪৫) এবং একই গ্রামের বাসিন্দা দেলোয়ার হোসেনের ছেলে আনারুল ইসলাম (৪০)। আহাদুল ইসলাম রহমতপুর এন.এম উচ্চ বিদ্যালয়ের নৈশপ্রহরী হিসাবে কর্মরত আছেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ব্যক্তিগত কাজে তারা বগুড়া গিয়ে কাজ শেষে বাড়ি ফেরার সময় অতিরিক্ত মদ্যপানের ফলে এই বিপত্তি ঘটে। স্থানীয় লোকজনের কাছে তারা মদ্যপানের বিষয়টি অকপটে স্বীকার করেন। পুলিশ এসে আহাদুল ও আনারুলকে জিজ্ঞাসাবাদ শেষে পরিবারের লোকজনের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে পরিবারের লোকজন এসে তাদের নিয়ে যায়।

আহাদুলের আত্নীয়-স্বজনরা জানান, সে একজন মাদকসেবী। দীর্ঘদিন ধরে সে নেশা করে। নেশার টাকা না জোগাড় করতে পারলে আহাদুল বাড়িতে এসে ভাংচুর ও পরিবারের লোকজনকে মারধর করে।

জনপ্রিয়

মারধর করে জমি লিখে নিয়ে পুত্র এবং প্রধানশিক্ষিকা পুত্রবধু মিলে বিতাড়িত করল বৃদ্ধ বাবা-মা কে

error: Content is protected !!

মদ্যপান করে বেহুঁশ অবস্থায় দুই ব্যক্তিকে উদ্ধার

প্রকাশের সময়: ০১:৫৫:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪

বিশেষ প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে মদ্যপান করে মহাসড়কের পাশে বেহুঁশ অবস্থায় পড়ে থাকা দুই ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে।

বুধবার (৪ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কামারদহ ইউনিয়নের মোগলটুলি নামক স্থানে ঢাকা-রংপুর মহাসড়কের পাশে মোটরসাইকেলের উপর দু’জনকে বেহুঁশ অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে মোগলটুলি শাহ দেওয়ান বালিকা উচ্চ বিদ্যালয়ে নিয়ে যায়। এসময় দুজনের মাথায় পানি ঢেলে সেবা শুশ্রুষা করে তাদের হুঁশ ফেরানো হয়। পরে গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশকে ঘটনাটি মোবাইল ফোনে জানান।

উদ্ধারকৃত দুজনের পরিচয় পাওয়া গেছে। এদের মধ্যে গাইবান্ধা সদর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের বাসিন্দা লাল মিয়ার ছেলে আহাদুল ইসলাম (৪৫) এবং একই গ্রামের বাসিন্দা দেলোয়ার হোসেনের ছেলে আনারুল ইসলাম (৪০)। আহাদুল ইসলাম রহমতপুর এন.এম উচ্চ বিদ্যালয়ের নৈশপ্রহরী হিসাবে কর্মরত আছেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ব্যক্তিগত কাজে তারা বগুড়া গিয়ে কাজ শেষে বাড়ি ফেরার সময় অতিরিক্ত মদ্যপানের ফলে এই বিপত্তি ঘটে। স্থানীয় লোকজনের কাছে তারা মদ্যপানের বিষয়টি অকপটে স্বীকার করেন। পুলিশ এসে আহাদুল ও আনারুলকে জিজ্ঞাসাবাদ শেষে পরিবারের লোকজনের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে পরিবারের লোকজন এসে তাদের নিয়ে যায়।

আহাদুলের আত্নীয়-স্বজনরা জানান, সে একজন মাদকসেবী। দীর্ঘদিন ধরে সে নেশা করে। নেশার টাকা না জোগাড় করতে পারলে আহাদুল বাড়িতে এসে ভাংচুর ও পরিবারের লোকজনকে মারধর করে।