
বিশেষ প্রতিনিধি : ক্লিনিক ও ডায়াগনষ্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ও সাধারন সম্পাদক কর্তৃক চাঁদা দাবীর প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি পেশ করা হয়েছে গাইবান্ধায়।
আজ সকালে শহরের গানাসাস মার্কেটের সামনে ফার্মাসিটিক্যাল ও সচেতন নাগরিকবৃন্দের ব্যানারে ঘণ্টা ব্যাপী মানববন্ধন কর্মসুচি পালান করে। এ সময়ে জেলার প্রায় আড়াই শতাধিক মেডিক্যাল রিপ্রেজেন্টটিভ ও ম্যানেজারগন অংশগ্রহন করে বিক্ষোভ প্রদর্শন করে।

এ সময় বক্তারা বলেন, আমরা মেডিক্যাল রিপ্রেজেন্টটিভ ও ম্যানেজারগন গাইবান্ধার চিকিৎসকদের কাছে ঔষুধ সম্পর্কে নিত্য নতুন তথ্যাদি দিয়ে চিকিৎসা সেবাকে আরও উন্নত করার কাজে নিয়োজিত রয়েছি। কিন্তু আমাদের কাছে অনৈতিক ভাবে পিকনিকের নামে ৩ লক্ষ টাকা চাদা দাবি করে ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশনের সভাপতি ডা: শহিদুজ্জামান হারুন ।

চাদা দিতে অপরাগতা জানালে তারা প্রতিহিংসা মূলকভাবে ঔষুধ কোম্পানির প্রতিনিধিদেরকে ক্লিনিক ও ডায়াগনেস্টিক সেন্টার গুলোতে ভিজিট করতে নিষেধাজ্ঞা দেন। তাই আগামী ৪৮ ঘন্টার মধ্যে তাদের হীন সিদ্ধান্ত প্রত্যাহার না করলে ঔষুধ সরবরাহ বন্ধসহ বড় ধরনের কর্মসূচি দেয়ার হুশিয়ারি দেন তারা।পরে তারা একটি বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসক বরাবরে স্বারক লিপি প্রদান করেন।
নিজস্ব প্রতিবেদক 









