বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

গোবিন্দগঞ্জে জমি জবরদখলের পাঁয়তারার অভিযোগ

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: ১২:৪৪:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫
  • ১৪৩ বার পড়া হয়েছে

গোবিন্দগঞ্জ প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জে অন্যের পৈত্রিক সম্পত্তি জবরদখলের পাঁয়তারা সহ নানা হুমকি প্রদানের অভিযোগ উঠেছে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি, ২০২৫) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কামদিয়া ইউপির পলাষট্টি মৌজার ৭৯শতাংশ জমি বেদখলের উদ্দেশ্যে প্রকৃত মালিকদের সেচ কাজে (ইরি-বোরো চাষে) বাধা দেওয়া এবং নানা হুমকি প্রদানের ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় তানজিদ আহসান বাদী হয়ে কামদিয়া (পশ্চিমপাড়া) গ্রামের মমিন চৌধুরী, আবু নাসের চৌধুরী, আমিরুল চৌধুরী ও কাজল চৌধুরীকে অভিযুক্ত করে গোবিন্দঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, বাদীর পৈত্রিক জমি ভুলক্রমে অভিযুক্তদের নামে বিআরএস রেকর্ডভুক্ত হয়। ওই রেকর্ড সংশোধনে গোবিন্দগঞ্জ (চৌকি) আদালতে মামলা নং-৪২/২৪ চলমান। এরপরেও জমি নিয়ে স্থানীয় শালিস বৈঠকে সমস্যার সমাধান না হওয়ার এক পর্যায়ে বাদীর বড় ভাই গাইবান্ধা বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা নং ৯২/২৪ দায়ের করলে বাদীর পক্ষে রায় আসে এবং তারা জমি ভোগদখলে আছে। আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি, ২০২৫) সকালে নিজেদের জমিতে সেচ নিতে (বোরো চাষের জন্য) গেলে অভিযুক্তরা তাতে বাধা দেয়। এক পর্যায়ে তাদের মারমুখি আচরণে বাদীরা ঘটনাস্থল ত্যাগ করে। এসময় অভিযুক্তরা জমি জবরদখলে বোরো চাষ করবে বলে আস্ফালন করে বলে বাধা দিতে গেলে প্রাণনাশের হুমকি দেয়।

লিখিত অভিযোগ জমার বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বুলবুল ইসলাম বলেন, দ্রুত তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

জনপ্রিয়

মারধর করে জমি লিখে নিয়ে পুত্র এবং প্রধানশিক্ষিকা পুত্রবধু মিলে বিতাড়িত করল বৃদ্ধ বাবা-মা কে

error: Content is protected !!

গোবিন্দগঞ্জে জমি জবরদখলের পাঁয়তারার অভিযোগ

প্রকাশের সময়: ১২:৪৪:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫

গোবিন্দগঞ্জ প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জে অন্যের পৈত্রিক সম্পত্তি জবরদখলের পাঁয়তারা সহ নানা হুমকি প্রদানের অভিযোগ উঠেছে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি, ২০২৫) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কামদিয়া ইউপির পলাষট্টি মৌজার ৭৯শতাংশ জমি বেদখলের উদ্দেশ্যে প্রকৃত মালিকদের সেচ কাজে (ইরি-বোরো চাষে) বাধা দেওয়া এবং নানা হুমকি প্রদানের ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় তানজিদ আহসান বাদী হয়ে কামদিয়া (পশ্চিমপাড়া) গ্রামের মমিন চৌধুরী, আবু নাসের চৌধুরী, আমিরুল চৌধুরী ও কাজল চৌধুরীকে অভিযুক্ত করে গোবিন্দঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, বাদীর পৈত্রিক জমি ভুলক্রমে অভিযুক্তদের নামে বিআরএস রেকর্ডভুক্ত হয়। ওই রেকর্ড সংশোধনে গোবিন্দগঞ্জ (চৌকি) আদালতে মামলা নং-৪২/২৪ চলমান। এরপরেও জমি নিয়ে স্থানীয় শালিস বৈঠকে সমস্যার সমাধান না হওয়ার এক পর্যায়ে বাদীর বড় ভাই গাইবান্ধা বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা নং ৯২/২৪ দায়ের করলে বাদীর পক্ষে রায় আসে এবং তারা জমি ভোগদখলে আছে। আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি, ২০২৫) সকালে নিজেদের জমিতে সেচ নিতে (বোরো চাষের জন্য) গেলে অভিযুক্তরা তাতে বাধা দেয়। এক পর্যায়ে তাদের মারমুখি আচরণে বাদীরা ঘটনাস্থল ত্যাগ করে। এসময় অভিযুক্তরা জমি জবরদখলে বোরো চাষ করবে বলে আস্ফালন করে বলে বাধা দিতে গেলে প্রাণনাশের হুমকি দেয়।

লিখিত অভিযোগ জমার বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বুলবুল ইসলাম বলেন, দ্রুত তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।