শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক কে অবরুদ্ধ করে রেখেছেন বিক্ষুব্ধ শিক্ষার্থিরা

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: ০৯:২৩:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫
  • ৩৫৪ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম সরকারি কলেজের অনার্স তৃতীয় বর্ষের শতাধিক শিক্ষার্থীর তৃতীয় বর্ষ ফাইনাল পরীক্ষার ফরম পূরণের টাকা আত্মসাৎ করার অভিযোগে কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক আসাদুজ্জামান আকাশকে অবরুদ্ধ করে রেখেছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর থেকে কলেজের বিজয় ২৪ ছাত্রাবাসের নিচ তলার একটি কক্ষে তাকে অবরুদ্ধ করে রাখা হয়।

খবর পেয়ে সদর থানা পুলিশ ও পুলিশের গোয়েন্দা শাখাসহ (ডিবি) কলেজ শিক্ষকরা ঘটনাস্থলে উপস্থিত হন। তারা শিক্ষার্থীদের অভিযোগের সত্যতা পান। পরে আকাশের বড় ভাই আরিফুজ্জামান আপেল কলেজ ছাত্রাবাসে পৌঁছে শিক্ষার্থীদের ফরম পূরণে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। তবে ফরম পূরণ না হওয়া পর্যন্ত শিক্ষার্থীরা আকাশকে অবরুদ্ধ করে নিজেদের জিম্মায় রাখার সিদ্ধান্ত নেন। মঙ্গলবার বিকাল সাড়ে ৫টা পর্যন্ত ছাত্রদল নেতাকে অবরুদ্ধ করে রাখেন শিক্ষার্থীরা।

কলেজ ছাত্রাবাসে গিয়ে ভুক্তভোগী শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, কুড়িগ্রাম সরকারি কলেজের তৃতীয় বর্ষের ফরম পূরণ করার কথা বলে শতাধিক শিক্ষার্থীর কাছে টাকা নেন আকাশ। তার অনুসারী কয়েকজন শিক্ষার্থী এই টাকা উত্তোলন করেন। এর মধ্যে বিজয় ২৪ হলের ১৪ শিক্ষার্থীসহ ৫৪ জনের ফরম আকাশকে জমা দেওয়া হয়। এ ছাড়াও বিভিন্ন ছাত্রাবাসের আরও কয়েকজন শিক্ষার্থীসহ ১০৭ জনের কাছ থেকে ফরম পূরণের টাকা নেওয়ার অভিযোগ পেয়েছেন কলেজ কর্তৃপক্ষ ও শিক্ষার্থী প্রতিনিধিরা। প্রতিজনের কাছে চার হাজার থেকে ৪২০০ টাকা করে চার লক্ষাধিক টাকা উত্তোলন করেন আকাশ। নির্ধারিত সময়ের মধ্যে ফরম পূরণ করে দেওয়ার আশ্বাস দেন। কিন্তু ২৫ ফেব্রুয়ারি ফরম পূরণের শেষ দিনেও টাকা দেওয়া কোনও শিক্ষার্থীর ফরম পূরণ না হওয়ায় তারা আকাশকে প্রশ্ন করেন।

আকাশ দুপুর ২টার মধ্যে ফরম পূরণ করে দেওয়ার আশ্বাস দেন। কিন্তু ওই সময়ের মধ্যে ফরম পূরণ না হওয়ায় শিক্ষার্থীরা আকাশকে বিজয় ২৪ আবাসিক হলে ডেকে নিয়ে অবরুদ্ধ করে রাখেন। তারা নিজেদের টাকা ফেরত দাবি করেন। খবর পেয়ে পুলিশ, গোয়েন্দা সংস্থা ও কলেজ প্রশাসন ঘটনাস্থলে যায়। তারা আকাশের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পান।

দর্শন তৃতীয় বর্ষের ভুক্তভোগী শিক্ষার্থী মশিউর বলেন, ‘আমাদের ফরম পূরণ ফি ৪৮০০ টাকা। আমি ও আমার সহপাঠী মিলে ৮০০০ টাকা দিয়েছিলাম। কিন্তু আজ শেষ দিনেও আমাদের ফরম পূরণ হয়নি। আকাশ ভাই অনেক শিক্ষার্থীর টাকা নিয়ে আত্মসাৎ করেছেন। আমরা এর বিহিত চাই।’

বিজয় ২৪ হলের একাধিক ভুক্তভোগী শিক্ষার্থীর সঙ্গে কথা বলে জানা গেছে, তারা স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থী মাকসুদ মিয়ার মাধ্যমে আকাশকে টাকা দিয়েছেন। মাকসুদ সেই টাকা আকাশকে দিয়েছেন।

শিক্ষার্থীদের কাছে টাকা উত্তোলনের কথা স্বীকার করেছেন মাকসুদ। তিনি বলেন, ‘এই ছাত্রাবাসের ১৪ জন গরিব শিক্ষার্থীর টাকা তুলে আকাশকে দিয়েছি। তিনি দরিদ্র শিক্ষার্থীদের কম টাকায় ফরম পূরণ করে দেওয়ার ব্যবস্থা করার কথা বলে টাকা নিয়েছেন।’

ঘটনাস্থলে উপস্থিত হয়ে সদর থানার ওসি হাবিবুল্লাহ গণউত্তরণ কে বলেন, ‘আকাশ আগে টাকা নেওয়ার কথা স্বীকার করলেও সাংবাদিকদের ক্যামেরার সামনে অস্বীকার করছে। শিক্ষার্থীরা লিখিত অভিযোগ দিলে আমরা তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবো।’

 

কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক আতাউল হক খান চৌধুরী বলেন, ‘আকাশের ভাই ৫৪ শিক্ষার্থীর ফরম পূরণ করে দেওয়ার ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন। শিক্ষক ও শিক্ষার্থীর প্রতিনিধির সঙ্গে যাতে পুলিশ উপস্থিত থেকে ফরম পূরণের ব্যবস্থা নেওয়া হয় সে ব্যবস্থা নেওয়া হচ্ছে। সে পর্যন্ত আকাশ পুলিশের জিম্মায় থাকবে।’

জেলা ছাত্রদল সভাপতি আমিমুল ইহসান বলেন, ‘কলেজ ছাত্রদল নেতার বিরুদ্ধে ওঠা অভিযোগ শুনেছি। এ বিষয়ে তদন্ত করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

জনপ্রিয়

মারধর করে জমি লিখে নিয়ে পুত্র এবং প্রধানশিক্ষিকা পুত্রবধু মিলে বিতাড়িত করল বৃদ্ধ বাবা-মা কে

error: Content is protected !!

কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক কে অবরুদ্ধ করে রেখেছেন বিক্ষুব্ধ শিক্ষার্থিরা

প্রকাশের সময়: ০৯:২৩:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম সরকারি কলেজের অনার্স তৃতীয় বর্ষের শতাধিক শিক্ষার্থীর তৃতীয় বর্ষ ফাইনাল পরীক্ষার ফরম পূরণের টাকা আত্মসাৎ করার অভিযোগে কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক আসাদুজ্জামান আকাশকে অবরুদ্ধ করে রেখেছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর থেকে কলেজের বিজয় ২৪ ছাত্রাবাসের নিচ তলার একটি কক্ষে তাকে অবরুদ্ধ করে রাখা হয়।

খবর পেয়ে সদর থানা পুলিশ ও পুলিশের গোয়েন্দা শাখাসহ (ডিবি) কলেজ শিক্ষকরা ঘটনাস্থলে উপস্থিত হন। তারা শিক্ষার্থীদের অভিযোগের সত্যতা পান। পরে আকাশের বড় ভাই আরিফুজ্জামান আপেল কলেজ ছাত্রাবাসে পৌঁছে শিক্ষার্থীদের ফরম পূরণে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। তবে ফরম পূরণ না হওয়া পর্যন্ত শিক্ষার্থীরা আকাশকে অবরুদ্ধ করে নিজেদের জিম্মায় রাখার সিদ্ধান্ত নেন। মঙ্গলবার বিকাল সাড়ে ৫টা পর্যন্ত ছাত্রদল নেতাকে অবরুদ্ধ করে রাখেন শিক্ষার্থীরা।

কলেজ ছাত্রাবাসে গিয়ে ভুক্তভোগী শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, কুড়িগ্রাম সরকারি কলেজের তৃতীয় বর্ষের ফরম পূরণ করার কথা বলে শতাধিক শিক্ষার্থীর কাছে টাকা নেন আকাশ। তার অনুসারী কয়েকজন শিক্ষার্থী এই টাকা উত্তোলন করেন। এর মধ্যে বিজয় ২৪ হলের ১৪ শিক্ষার্থীসহ ৫৪ জনের ফরম আকাশকে জমা দেওয়া হয়। এ ছাড়াও বিভিন্ন ছাত্রাবাসের আরও কয়েকজন শিক্ষার্থীসহ ১০৭ জনের কাছ থেকে ফরম পূরণের টাকা নেওয়ার অভিযোগ পেয়েছেন কলেজ কর্তৃপক্ষ ও শিক্ষার্থী প্রতিনিধিরা। প্রতিজনের কাছে চার হাজার থেকে ৪২০০ টাকা করে চার লক্ষাধিক টাকা উত্তোলন করেন আকাশ। নির্ধারিত সময়ের মধ্যে ফরম পূরণ করে দেওয়ার আশ্বাস দেন। কিন্তু ২৫ ফেব্রুয়ারি ফরম পূরণের শেষ দিনেও টাকা দেওয়া কোনও শিক্ষার্থীর ফরম পূরণ না হওয়ায় তারা আকাশকে প্রশ্ন করেন।

আকাশ দুপুর ২টার মধ্যে ফরম পূরণ করে দেওয়ার আশ্বাস দেন। কিন্তু ওই সময়ের মধ্যে ফরম পূরণ না হওয়ায় শিক্ষার্থীরা আকাশকে বিজয় ২৪ আবাসিক হলে ডেকে নিয়ে অবরুদ্ধ করে রাখেন। তারা নিজেদের টাকা ফেরত দাবি করেন। খবর পেয়ে পুলিশ, গোয়েন্দা সংস্থা ও কলেজ প্রশাসন ঘটনাস্থলে যায়। তারা আকাশের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পান।

দর্শন তৃতীয় বর্ষের ভুক্তভোগী শিক্ষার্থী মশিউর বলেন, ‘আমাদের ফরম পূরণ ফি ৪৮০০ টাকা। আমি ও আমার সহপাঠী মিলে ৮০০০ টাকা দিয়েছিলাম। কিন্তু আজ শেষ দিনেও আমাদের ফরম পূরণ হয়নি। আকাশ ভাই অনেক শিক্ষার্থীর টাকা নিয়ে আত্মসাৎ করেছেন। আমরা এর বিহিত চাই।’

বিজয় ২৪ হলের একাধিক ভুক্তভোগী শিক্ষার্থীর সঙ্গে কথা বলে জানা গেছে, তারা স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থী মাকসুদ মিয়ার মাধ্যমে আকাশকে টাকা দিয়েছেন। মাকসুদ সেই টাকা আকাশকে দিয়েছেন।

শিক্ষার্থীদের কাছে টাকা উত্তোলনের কথা স্বীকার করেছেন মাকসুদ। তিনি বলেন, ‘এই ছাত্রাবাসের ১৪ জন গরিব শিক্ষার্থীর টাকা তুলে আকাশকে দিয়েছি। তিনি দরিদ্র শিক্ষার্থীদের কম টাকায় ফরম পূরণ করে দেওয়ার ব্যবস্থা করার কথা বলে টাকা নিয়েছেন।’

ঘটনাস্থলে উপস্থিত হয়ে সদর থানার ওসি হাবিবুল্লাহ গণউত্তরণ কে বলেন, ‘আকাশ আগে টাকা নেওয়ার কথা স্বীকার করলেও সাংবাদিকদের ক্যামেরার সামনে অস্বীকার করছে। শিক্ষার্থীরা লিখিত অভিযোগ দিলে আমরা তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবো।’

 

কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক আতাউল হক খান চৌধুরী বলেন, ‘আকাশের ভাই ৫৪ শিক্ষার্থীর ফরম পূরণ করে দেওয়ার ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন। শিক্ষক ও শিক্ষার্থীর প্রতিনিধির সঙ্গে যাতে পুলিশ উপস্থিত থেকে ফরম পূরণের ব্যবস্থা নেওয়া হয় সে ব্যবস্থা নেওয়া হচ্ছে। সে পর্যন্ত আকাশ পুলিশের জিম্মায় থাকবে।’

জেলা ছাত্রদল সভাপতি আমিমুল ইহসান বলেন, ‘কলেজ ছাত্রদল নেতার বিরুদ্ধে ওঠা অভিযোগ শুনেছি। এ বিষয়ে তদন্ত করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’