বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

গাছচাপায় শিশুর মৃত্যু

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: ০৭:১১:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫
  • ১১৭ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি :: গাইবান্ধা সদর উপজেলার বাদিয়াখালী ইউনিয়নের সরকারতারী গ্রামে গাছচাপায় আনাস রহমান (১১) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরের দিকে এ হৃদয়বিদারক দুর্ঘটনাটি ঘটে।

নিহত আনাস রহমান ওই গ্রামের আরিফুর রহমানের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, আনাসের বাবা আরিফুর রহমান তাদের বাড়ির একটি আমগাছ বিক্রি করেন। গাছ কাটার সময় দুপুরের দিকে সেটি মাটিতে পড়ার মুহূর্তে দৌড়ে এসে গাছের নিচে চাপা পড়ে যায় আনাস। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। প্রতিবেশীরা জানান, আনাস খুবই প্রাণবন্ত ও ভদ্র স্বভাবের শিশু ছিল। তার এমন করুণ মৃত্যুতে সবাই হতবাক।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম তালুকদার গণউত্তরণ কে বলেন, “ঘটনার পর নিহত শিশুটির পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেওয়া হয়েছে। তবে এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা নেওয়ার প্রক্রিয়া চলছে।”

এ দুর্ঘটনা আবারও মনে করিয়ে দিল, গাছ কাটার সময় শিশুদের নিরাপত্তা নিশ্চিতে আমাদের আরও সচেতন হওয়া প্রয়োজন।

জনপ্রিয়

মারধর করে জমি লিখে নিয়ে পুত্র এবং প্রধানশিক্ষিকা পুত্রবধু মিলে বিতাড়িত করল বৃদ্ধ বাবা-মা কে

error: Content is protected !!

গাছচাপায় শিশুর মৃত্যু

প্রকাশের সময়: ০৭:১১:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫

বিশেষ প্রতিনিধি :: গাইবান্ধা সদর উপজেলার বাদিয়াখালী ইউনিয়নের সরকারতারী গ্রামে গাছচাপায় আনাস রহমান (১১) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরের দিকে এ হৃদয়বিদারক দুর্ঘটনাটি ঘটে।

নিহত আনাস রহমান ওই গ্রামের আরিফুর রহমানের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, আনাসের বাবা আরিফুর রহমান তাদের বাড়ির একটি আমগাছ বিক্রি করেন। গাছ কাটার সময় দুপুরের দিকে সেটি মাটিতে পড়ার মুহূর্তে দৌড়ে এসে গাছের নিচে চাপা পড়ে যায় আনাস। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। প্রতিবেশীরা জানান, আনাস খুবই প্রাণবন্ত ও ভদ্র স্বভাবের শিশু ছিল। তার এমন করুণ মৃত্যুতে সবাই হতবাক।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম তালুকদার গণউত্তরণ কে বলেন, “ঘটনার পর নিহত শিশুটির পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেওয়া হয়েছে। তবে এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা নেওয়ার প্রক্রিয়া চলছে।”

এ দুর্ঘটনা আবারও মনে করিয়ে দিল, গাছ কাটার সময় শিশুদের নিরাপত্তা নিশ্চিতে আমাদের আরও সচেতন হওয়া প্রয়োজন।