বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বজ্রপাতে মরল কৃষকের গরু

বিশেষ প্রতিনিধি : গাইবান্ধা জেলার ফুলছড়িতে মারাগেছে কৃষকের গরু ।

বেলা ১২ টার দিকে গজারিয়া ইউনিয়নের কাতলামারীর মুন্সিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় ভাবে জানা গেছে, প্রতিদিনের ন্যায় আজও কৃষক শহিদুল মিয়া মুন্সিপাড়ার ওয়াপদা বাঁধ এলাকায় ঘাস খাওয়ার জন্য গরুটিকে বেধে রেখে আসেন, আসার কিছু সময় পরই বজ্রপাতের সাথে বৃষ্টি শুরু হয়। এর মাঝে কোন এক সময় বজ্রপাতে গরুটি মারাযায়।

গরুর মালিক শহিদুল মিয়া গণউত্তরণ কে বলেন, বৃষ্টি কিছুটা কমলে আমি গরুটি কে আনতে গিয়ে দেখি আমার গরুটি মারে পরে আছে । তিনি আরো জানান কৃষি কাজের পাশাপশি গরুটি লালন পালন করছিলাম। গরুটির বর্তমান বাজার মুল্য লক্ষাধিক টাকা। গরুটি মরে আমার অভাবের সংসারে অপূরণীয় ক্ষতি হয়ে গেলো।

বিষয়টি নিশ্চিত করে গজারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানান , ফাঁকা জায়গায় গরুটি বাধা থাকার কারনে বজ্রপাতে গরুটি মারা যায়।

 

জনপ্রিয়

মারধর করে জমি লিখে নিয়ে পুত্র এবং প্রধানশিক্ষিকা পুত্রবধু মিলে বিতাড়িত করল বৃদ্ধ বাবা-মা কে

error: Content is protected !!

বজ্রপাতে মরল কৃষকের গরু

প্রকাশের সময়: ০৫:৪৭:১৩ অপরাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫

বিশেষ প্রতিনিধি : গাইবান্ধা জেলার ফুলছড়িতে মারাগেছে কৃষকের গরু ।

বেলা ১২ টার দিকে গজারিয়া ইউনিয়নের কাতলামারীর মুন্সিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় ভাবে জানা গেছে, প্রতিদিনের ন্যায় আজও কৃষক শহিদুল মিয়া মুন্সিপাড়ার ওয়াপদা বাঁধ এলাকায় ঘাস খাওয়ার জন্য গরুটিকে বেধে রেখে আসেন, আসার কিছু সময় পরই বজ্রপাতের সাথে বৃষ্টি শুরু হয়। এর মাঝে কোন এক সময় বজ্রপাতে গরুটি মারাযায়।

গরুর মালিক শহিদুল মিয়া গণউত্তরণ কে বলেন, বৃষ্টি কিছুটা কমলে আমি গরুটি কে আনতে গিয়ে দেখি আমার গরুটি মারে পরে আছে । তিনি আরো জানান কৃষি কাজের পাশাপশি গরুটি লালন পালন করছিলাম। গরুটির বর্তমান বাজার মুল্য লক্ষাধিক টাকা। গরুটি মরে আমার অভাবের সংসারে অপূরণীয় ক্ষতি হয়ে গেলো।

বিষয়টি নিশ্চিত করে গজারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানান , ফাঁকা জায়গায় গরুটি বাধা থাকার কারনে বজ্রপাতে গরুটি মারা যায়।