শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

৫১ জেলের সন্ধান মেলেনি এখনও

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: ১০:৪৭:০৬ পূর্বাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০১৯
  • ৩০৩ বার পড়া হয়েছে

ওই ৫১ জেলে ও তিনটি ট্রলার কী অবস্থায় আছে, তা বলতে পারছেন না কেউ। অতি প্রবল ঘূর্ণিঝড় ‘বুলবুল‘ উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছিল।গতকাল সন্ধ্যায় সুন্দরবনের কাছ দিয়ে এটি অতিক্রম করার কথা থাকলেও সর্বশেষ তথ্যে আবহাওয়াবিদদের তথ্যমতে, মধ্যরাতে এটি বাংলাদেশ অতিক্রম করে।

বরগুনা ট্রলার মালিক সমিতির সভাপতি মো. গোলাম মোস্তফা চৌধুরী জানান, নিখোঁজ ট্রলারগুলোর মধ্যে দুটি কলাপাড়ার ও অন্যটি বরগুনা সদর উপজেলার। এর মধ্যে বরগুনা সদরের এফবি তরিকুল নামের ট্রলারটি ১৫ জন জেলে নিয়ে গত মঙ্গলবার সাগরে গিয়েছিল। আজ সন্ধ্যা পর্যন্ত তাদের খোঁজ পাওয়া যায়নি। ট্রলারে থাকা সবাই বরগুনা সদর ও বামনা উপজেলার।

কলাপাড়া উপজেলার মাছ ব্যবসায়ী সমিতির সভাপতি আনসার উদ্দিন মোল্লা জানান, এফবি ফেরদৌস খান ও এফবি মায়ের দোয়া ট্রলারের প্রত্যেকটিতে ১৮ জন করে জেলে ছিলেন। মঙ্গলবার থেকে এই দুটি ট্রলারও নিখোঁজ। সাগর উত্তাল থাকায় তাদের সন্ধানে অন্য ট্রলার পাঠানো সম্ভব হয়নি।

জনপ্রিয়

মারধর করে জমি লিখে নিয়ে পুত্র এবং প্রধানশিক্ষিকা পুত্রবধু মিলে বিতাড়িত করল বৃদ্ধ বাবা-মা কে

error: Content is protected !!

৫১ জেলের সন্ধান মেলেনি এখনও

প্রকাশের সময়: ১০:৪৭:০৬ পূর্বাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০১৯

ওই ৫১ জেলে ও তিনটি ট্রলার কী অবস্থায় আছে, তা বলতে পারছেন না কেউ। অতি প্রবল ঘূর্ণিঝড় ‘বুলবুল‘ উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছিল।গতকাল সন্ধ্যায় সুন্দরবনের কাছ দিয়ে এটি অতিক্রম করার কথা থাকলেও সর্বশেষ তথ্যে আবহাওয়াবিদদের তথ্যমতে, মধ্যরাতে এটি বাংলাদেশ অতিক্রম করে।

বরগুনা ট্রলার মালিক সমিতির সভাপতি মো. গোলাম মোস্তফা চৌধুরী জানান, নিখোঁজ ট্রলারগুলোর মধ্যে দুটি কলাপাড়ার ও অন্যটি বরগুনা সদর উপজেলার। এর মধ্যে বরগুনা সদরের এফবি তরিকুল নামের ট্রলারটি ১৫ জন জেলে নিয়ে গত মঙ্গলবার সাগরে গিয়েছিল। আজ সন্ধ্যা পর্যন্ত তাদের খোঁজ পাওয়া যায়নি। ট্রলারে থাকা সবাই বরগুনা সদর ও বামনা উপজেলার।

কলাপাড়া উপজেলার মাছ ব্যবসায়ী সমিতির সভাপতি আনসার উদ্দিন মোল্লা জানান, এফবি ফেরদৌস খান ও এফবি মায়ের দোয়া ট্রলারের প্রত্যেকটিতে ১৮ জন করে জেলে ছিলেন। মঙ্গলবার থেকে এই দুটি ট্রলারও নিখোঁজ। সাগর উত্তাল থাকায় তাদের সন্ধানে অন্য ট্রলার পাঠানো সম্ভব হয়নি।