শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

অবৈধ সম্পদের দাপটে ধরাকে সরা জ্ঞান করছেন উপ – সহকারী প্রকৌশলী সিদ্দিক পর্ব-১

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: ০১:১৭:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
  • ৩২৭ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি : স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে ( LGED ) এক সময় মাষ্টার রোলে চাকরি করলেও ২০১২ সালে উচ্চ আদালতের নির্দেশে স্থায়ী ভাবে রাজস্ব খাতে উপ – সহকারী প্রকৌশলী পদে নিয়োগ পান আবু বক্কর সিদ্দিক। এ যেন চাকরি নয়, কোন সোনার হরিন কিংবা আলাদিনের চেরাগ হাতে পান সিদ্দিক।

তাকে যেন কোন ভাবেই আর আটকানো যাচ্ছিল না, আলাদিনের চেরাগের মত প্রতিটি বছরে একটি করে ঘষা দিয়ে তিনি বিগত বার বছরে কামিয়েছেন প্রায় ১২ কোটি টাকার অধিক সস্পত্তি এবং ব্যাংক ব্যালেন্স।

এই সিদ্দিক ১২ বছর কর্ম জীবনে নিজ জেলা গাইবান্ধা সহ যেখানে যেখানে চাকরি করেছেন সেখানেই রয়েগেছে তার অবৈধ কার্যকলাপের স্মৃতি চিহ্ন।

চাকুরির প্রথম সাত বছরে ধুর্ততার সহিত কোন সম্পদ ক্রয় না করে নিজ স্ত্রী, নাসরিন সুলতানার নামে * গাইবান্ধা পুরাতন বাজার শাখা, সোনালী ব্যাংক যাহার হিসেব নং,,,,, ৬৪,*ব্রীজ রোড শাখা জনতা ব্যাংক,যাহার হিসেব নং,,,,,, ৩১, * জনতা ব্যাংক প্রধান শাখা, * প্রাইম ব্যাংক লিমিটেড, রংপুর যাহার হিসাব নং,,,,,,,,২৪০ এবং *,,, ১২৬ এসব প্রত্যেকটি একাউন্টে ২০ লক্ষ টাকা করে এফ ডি আর করা আছে।

এত গেল ২০১২ সাল থেকে ২০১৮ সালের কথা। এর পর ২০১৯ সাল থেকে ধুরন্ধর এই উপ সহকারি প্রকৌশলী সুাকৌশলে প্রথমে তার শ্বশুড় অবসর প্রাপ্ত সেনা সদস্য দেলোয়ার হোসেনের নামে ক্রয় করেন রংপুর সিটি কর্পোরেশনে ৬.৩১ শতাংশ জমি যার মুল্য কোটি টাকা, দলিল নং-১৯৯১৩**।

এই জমিটির ক্রয় দেখানো হয়েছিল ২০১৯ সালের ডিসেম্বর মাসের ৩ তারিখ। আবার সেই জমি এক মাস তিন দিন পর ২০২০ সালের জানুয়ারি মাসের ৬ তারিখে শ্বশুড় দেলোয়ারের নাম থেকে সিদ্দিকের স্ত্রী নাসরিন সুলতানার নামে ৩২৭ নং দলিল হেবা দলিল করে দেন। এর পর সেই জমি তার স্ত্রী নাসরিন সুলতানা ৩৪০০ নং দলিল উপ সহকারি প্রকৌশলী সিদ্দিকের নামে করে দেয়।

৯৭৫৫ নং দলিল মুলে ২০২২ সালের অক্টোবর মাসের ৩০ তারিখে গাইবান্ধা পৌরসভার চকমমরোজপুর এলাকায় ৪ শতাংশ জমি ক্রয় করেন, যার মুল্য ৬০ লক্ষাধিক টাকা। এর দু মাস পর একই ভাবে শ্বশুড় দেলোয়ার তার বড় কন্যা ও সিদ্দিকের স্ত্রী নাসরিন সুলতানার নামে হেবা দলিল করে দেন। পরে সেই জমি ঘুরে ফিরেই আসে সিদ্দিকের নামে।

ঠিক একই প্রক্রিয়ায় ২০২৩ সালে ২০২৪৬ নং দলিল মুলে রংপুরের লালকুঠি এলাকায় একরাম মিয়া জামে মসজিদ সংলগ্ন ৯০ লক্ষ টাকা মুল্যে ৪ তলা ফ্লাট সহ ০.৫২ শতাংশ জমি ক্রয় করেন। এই জমিও ঠিক একই প্রক্রিয়ায় পরে ৮৮৭ নং দলিল মুলে নাসরিন সুলতানার নামে এবং পরে ৩৬৮০ নং দলিল মুলে আবু বক্কর সিদ্দিক তার নামে লিখে নেয়।

২০২৪ সালে ৭৩৫৬ নং দলিল মুলে গাইবান্ধা সদর উপজেলার দক্ষিন দুর্গাপুর কুপতলার সৎ ভাই আব্দুল মান্নান এর ৬৬ শতাংশ জমি ক্রয় করে।যাহার মুল্য ৬০ লক্ষাধিক টাকা।

এছারাও স্ত্রী নাসরিন সুলতানার নামে খোলাহাটী, মাষ্টারপাড়ায় ক্রয় করা হয়েছে ৩৩ (তেত্রিশ) শতাংশ জমি, যাহার মূল্য ৩৩ লক্ষ টাকা।

এর বাহিরে খোলাহাটি ইউনিয়নে ২০ থেকে ২৫ লক্ষাধিক টাকার জমি বন্ধক নেয়া আছে। বন্ধককৃত জমির তত্ত্ববধানে রয়েছে সিদ্দিক সাহেবের মামা শ্বশুড় রাজু মিয়া যিনি পেশায় একজন ইলেকট্রিশিয়ান।

এসব বিষয়ে অভিযুক্ত সিদ্দিকের ব্যবহৃত ০১৭১৮-,,, ৮২, ০১৭৫৫,,,,,৭০২, ০১৩৪১,,,,,৫৪৩, ০১৩১৮,,,,,,৫৭০, ০১৩৪১,,,,১২১ এই ৫ টি নাম্বারে
সাথে কথা বলার চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব না হলেও পরবর্তিতে ৮২ নাম্বার থেকে হোয়াটস এ্যাপে যোগাযোগ করে গণ উত্তরণের  প্রতিনিধিকে ম্যানেজ করার চেষ্টা চালায়।

এসবের বাহিরে অনুসন্ধানী তথ্যা আরো মিলেছে সিদ্দিকের স্ত্রী নাসরিনের ২৫ ভরি স্বর্নের সন্ধান এবং সিদ্দিকের বোন, ভগ্নিপতি, বোনের মেয়ের বাড়িতে করা সম্পত্তির পাশাপাশি স্ত্রী নাসরিনের আরেক স্বামীর ঐতিহাসিক কাহিনী।

যা নিয়ে আমরা আসছি আগামি পর্বে

জনপ্রিয়

মারধর করে জমি লিখে নিয়ে পুত্র এবং প্রধানশিক্ষিকা পুত্রবধু মিলে বিতাড়িত করল বৃদ্ধ বাবা-মা কে

error: Content is protected !!

অবৈধ সম্পদের দাপটে ধরাকে সরা জ্ঞান করছেন উপ – সহকারী প্রকৌশলী সিদ্দিক পর্ব-১

প্রকাশের সময়: ০১:১৭:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫

বিশেষ প্রতিনিধি : স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে ( LGED ) এক সময় মাষ্টার রোলে চাকরি করলেও ২০১২ সালে উচ্চ আদালতের নির্দেশে স্থায়ী ভাবে রাজস্ব খাতে উপ – সহকারী প্রকৌশলী পদে নিয়োগ পান আবু বক্কর সিদ্দিক। এ যেন চাকরি নয়, কোন সোনার হরিন কিংবা আলাদিনের চেরাগ হাতে পান সিদ্দিক।

তাকে যেন কোন ভাবেই আর আটকানো যাচ্ছিল না, আলাদিনের চেরাগের মত প্রতিটি বছরে একটি করে ঘষা দিয়ে তিনি বিগত বার বছরে কামিয়েছেন প্রায় ১২ কোটি টাকার অধিক সস্পত্তি এবং ব্যাংক ব্যালেন্স।

এই সিদ্দিক ১২ বছর কর্ম জীবনে নিজ জেলা গাইবান্ধা সহ যেখানে যেখানে চাকরি করেছেন সেখানেই রয়েগেছে তার অবৈধ কার্যকলাপের স্মৃতি চিহ্ন।

চাকুরির প্রথম সাত বছরে ধুর্ততার সহিত কোন সম্পদ ক্রয় না করে নিজ স্ত্রী, নাসরিন সুলতানার নামে * গাইবান্ধা পুরাতন বাজার শাখা, সোনালী ব্যাংক যাহার হিসেব নং,,,,, ৬৪,*ব্রীজ রোড শাখা জনতা ব্যাংক,যাহার হিসেব নং,,,,,, ৩১, * জনতা ব্যাংক প্রধান শাখা, * প্রাইম ব্যাংক লিমিটেড, রংপুর যাহার হিসাব নং,,,,,,,,২৪০ এবং *,,, ১২৬ এসব প্রত্যেকটি একাউন্টে ২০ লক্ষ টাকা করে এফ ডি আর করা আছে।

এত গেল ২০১২ সাল থেকে ২০১৮ সালের কথা। এর পর ২০১৯ সাল থেকে ধুরন্ধর এই উপ সহকারি প্রকৌশলী সুাকৌশলে প্রথমে তার শ্বশুড় অবসর প্রাপ্ত সেনা সদস্য দেলোয়ার হোসেনের নামে ক্রয় করেন রংপুর সিটি কর্পোরেশনে ৬.৩১ শতাংশ জমি যার মুল্য কোটি টাকা, দলিল নং-১৯৯১৩**।

এই জমিটির ক্রয় দেখানো হয়েছিল ২০১৯ সালের ডিসেম্বর মাসের ৩ তারিখ। আবার সেই জমি এক মাস তিন দিন পর ২০২০ সালের জানুয়ারি মাসের ৬ তারিখে শ্বশুড় দেলোয়ারের নাম থেকে সিদ্দিকের স্ত্রী নাসরিন সুলতানার নামে ৩২৭ নং দলিল হেবা দলিল করে দেন। এর পর সেই জমি তার স্ত্রী নাসরিন সুলতানা ৩৪০০ নং দলিল উপ সহকারি প্রকৌশলী সিদ্দিকের নামে করে দেয়।

৯৭৫৫ নং দলিল মুলে ২০২২ সালের অক্টোবর মাসের ৩০ তারিখে গাইবান্ধা পৌরসভার চকমমরোজপুর এলাকায় ৪ শতাংশ জমি ক্রয় করেন, যার মুল্য ৬০ লক্ষাধিক টাকা। এর দু মাস পর একই ভাবে শ্বশুড় দেলোয়ার তার বড় কন্যা ও সিদ্দিকের স্ত্রী নাসরিন সুলতানার নামে হেবা দলিল করে দেন। পরে সেই জমি ঘুরে ফিরেই আসে সিদ্দিকের নামে।

ঠিক একই প্রক্রিয়ায় ২০২৩ সালে ২০২৪৬ নং দলিল মুলে রংপুরের লালকুঠি এলাকায় একরাম মিয়া জামে মসজিদ সংলগ্ন ৯০ লক্ষ টাকা মুল্যে ৪ তলা ফ্লাট সহ ০.৫২ শতাংশ জমি ক্রয় করেন। এই জমিও ঠিক একই প্রক্রিয়ায় পরে ৮৮৭ নং দলিল মুলে নাসরিন সুলতানার নামে এবং পরে ৩৬৮০ নং দলিল মুলে আবু বক্কর সিদ্দিক তার নামে লিখে নেয়।

২০২৪ সালে ৭৩৫৬ নং দলিল মুলে গাইবান্ধা সদর উপজেলার দক্ষিন দুর্গাপুর কুপতলার সৎ ভাই আব্দুল মান্নান এর ৬৬ শতাংশ জমি ক্রয় করে।যাহার মুল্য ৬০ লক্ষাধিক টাকা।

এছারাও স্ত্রী নাসরিন সুলতানার নামে খোলাহাটী, মাষ্টারপাড়ায় ক্রয় করা হয়েছে ৩৩ (তেত্রিশ) শতাংশ জমি, যাহার মূল্য ৩৩ লক্ষ টাকা।

এর বাহিরে খোলাহাটি ইউনিয়নে ২০ থেকে ২৫ লক্ষাধিক টাকার জমি বন্ধক নেয়া আছে। বন্ধককৃত জমির তত্ত্ববধানে রয়েছে সিদ্দিক সাহেবের মামা শ্বশুড় রাজু মিয়া যিনি পেশায় একজন ইলেকট্রিশিয়ান।

এসব বিষয়ে অভিযুক্ত সিদ্দিকের ব্যবহৃত ০১৭১৮-,,, ৮২, ০১৭৫৫,,,,,৭০২, ০১৩৪১,,,,,৫৪৩, ০১৩১৮,,,,,,৫৭০, ০১৩৪১,,,,১২১ এই ৫ টি নাম্বারে
সাথে কথা বলার চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব না হলেও পরবর্তিতে ৮২ নাম্বার থেকে হোয়াটস এ্যাপে যোগাযোগ করে গণ উত্তরণের  প্রতিনিধিকে ম্যানেজ করার চেষ্টা চালায়।

এসবের বাহিরে অনুসন্ধানী তথ্যা আরো মিলেছে সিদ্দিকের স্ত্রী নাসরিনের ২৫ ভরি স্বর্নের সন্ধান এবং সিদ্দিকের বোন, ভগ্নিপতি, বোনের মেয়ের বাড়িতে করা সম্পত্তির পাশাপাশি স্ত্রী নাসরিনের আরেক স্বামীর ঐতিহাসিক কাহিনী।

যা নিয়ে আমরা আসছি আগামি পর্বে