বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

মৎস্য খামার থেকে মাছ চুরীর অভিযোগ

বিশেষ প্রতিনিধি : সাদুল্লাপুর উপজেলার জামালপুর ইউনিয়নে নিজস্ব মৎস্য খামার থেকে মাছ চুরীর অভিযোগ উঠেছে কিছু অজ্ঞাত ব্যক্তির নামে।

অভিযোগকারী- আবু সাইদ মোঃ নুরুল ইসলাম (সাজু) পিতা মরহুম আলহাজ্ব সিরাতুল্লা, গ্রাম-বড় জামালপুর (উত্তরপাড়া), ইউনিয়ন- জামালপুর, থানা- সাদুল্লাপুর, জেলা- গাইবান্ধা। সাজু বলেন নিজের ও লিজকৃত প্রায় ৬ একর জমিতে মাছ চাষ করে আসছি। রুই, মৃগেল কাতলা, পুটিসহ সব ধরনের দেশীয় মাছ পালন করি। কিন্তু কে বা কারা কারেন্ট জাল, চটকা জাল দিয়ে মাছ চুরী করে। মাছ চুরীর কারনে গত বছর প্রায় একলক্ষ টাকা ক্ষতি হয়েছে । তাই এই চোরদের শাস্তি ও নির্ভয়ে মাছ চাষ করার জন্য অত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বারসহ পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি।

এলাকাবাসী রনজু মিয়া বলেন- স্বাধীন দেশে স্বাধীন ভাবে ব্যবসা যদি করতে নাপারি তাহলে এরচেয়ে পরাধীনই ভাল।

ইউপি চেয়ারম্যান জাহিদ হাসান শুভ বলেন- মাছসহ কারেন্ট জাল নিয়ে ভুক্তভোগী এসেছিল। তদন্ত সাপেক্ষে অপরাধীদের আইনের আওতায় আনা হবে।

অভিযোগ পেয়ে ইউপি সদস্য সাংবাদিক আমিনুর রহমান মৎস্য খামার পরিদর্শন করেন এবং আশেপাশের লোকজনকে মাছ চুরীর বিষয়ে সাবধান করেন। তিনি বলেন – তদন্ত করে চোরকে খুঁজে বের করে কঠিন শাস্তি দেওয়া হবে। যাতে আর কেউ চুরী করার সাহস না পায়।

জনপ্রিয়

মারধর করে জমি লিখে নিয়ে পুত্র এবং প্রধানশিক্ষিকা পুত্রবধু মিলে বিতাড়িত করল বৃদ্ধ বাবা-মা কে

error: Content is protected !!

মৎস্য খামার থেকে মাছ চুরীর অভিযোগ

প্রকাশের সময়: ০৭:৪২:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫

বিশেষ প্রতিনিধি : সাদুল্লাপুর উপজেলার জামালপুর ইউনিয়নে নিজস্ব মৎস্য খামার থেকে মাছ চুরীর অভিযোগ উঠেছে কিছু অজ্ঞাত ব্যক্তির নামে।

অভিযোগকারী- আবু সাইদ মোঃ নুরুল ইসলাম (সাজু) পিতা মরহুম আলহাজ্ব সিরাতুল্লা, গ্রাম-বড় জামালপুর (উত্তরপাড়া), ইউনিয়ন- জামালপুর, থানা- সাদুল্লাপুর, জেলা- গাইবান্ধা। সাজু বলেন নিজের ও লিজকৃত প্রায় ৬ একর জমিতে মাছ চাষ করে আসছি। রুই, মৃগেল কাতলা, পুটিসহ সব ধরনের দেশীয় মাছ পালন করি। কিন্তু কে বা কারা কারেন্ট জাল, চটকা জাল দিয়ে মাছ চুরী করে। মাছ চুরীর কারনে গত বছর প্রায় একলক্ষ টাকা ক্ষতি হয়েছে । তাই এই চোরদের শাস্তি ও নির্ভয়ে মাছ চাষ করার জন্য অত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বারসহ পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি।

এলাকাবাসী রনজু মিয়া বলেন- স্বাধীন দেশে স্বাধীন ভাবে ব্যবসা যদি করতে নাপারি তাহলে এরচেয়ে পরাধীনই ভাল।

ইউপি চেয়ারম্যান জাহিদ হাসান শুভ বলেন- মাছসহ কারেন্ট জাল নিয়ে ভুক্তভোগী এসেছিল। তদন্ত সাপেক্ষে অপরাধীদের আইনের আওতায় আনা হবে।

অভিযোগ পেয়ে ইউপি সদস্য সাংবাদিক আমিনুর রহমান মৎস্য খামার পরিদর্শন করেন এবং আশেপাশের লোকজনকে মাছ চুরীর বিষয়ে সাবধান করেন। তিনি বলেন – তদন্ত করে চোরকে খুঁজে বের করে কঠিন শাস্তি দেওয়া হবে। যাতে আর কেউ চুরী করার সাহস না পায়।