বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

অটোবাইক চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: ০৬:০৭:২০ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫
  • ১২৩ বার পড়া হয়েছে

লালমনিরহাট প্রতিনিধি:লালমনিরহাটের আদিতমারীতে অটোবাইক চার্জ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সুরুত আলী (৫০) নামে এক অটোচালকের মৃত্যু হয়েছে।

‎শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে উপজেলার সারপুকুর ইউনিয়নের খারুভাজ গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুরুত আলী ওই গ্রামের মৃত বেলাল হোসেনের ছেলে।

‎পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে ঘরে অটোবাইক চার্জে দেওয়ার পর বিদ্যুতের সুইচ বন্ধ না করেই সেটি খুলতে যান সুরুত আলী। এ সময় হঠাৎ বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

‎আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আকবর বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

জনপ্রিয়

মারধর করে জমি লিখে নিয়ে পুত্র এবং প্রধানশিক্ষিকা পুত্রবধু মিলে বিতাড়িত করল বৃদ্ধ বাবা-মা কে

error: Content is protected !!

অটোবাইক চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু

প্রকাশের সময়: ০৬:০৭:২০ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫

লালমনিরহাট প্রতিনিধি:লালমনিরহাটের আদিতমারীতে অটোবাইক চার্জ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সুরুত আলী (৫০) নামে এক অটোচালকের মৃত্যু হয়েছে।

‎শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে উপজেলার সারপুকুর ইউনিয়নের খারুভাজ গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুরুত আলী ওই গ্রামের মৃত বেলাল হোসেনের ছেলে।

‎পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে ঘরে অটোবাইক চার্জে দেওয়ার পর বিদ্যুতের সুইচ বন্ধ না করেই সেটি খুলতে যান সুরুত আলী। এ সময় হঠাৎ বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

‎আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আকবর বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”