
গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর–পলাশবাড়ী) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন আজিজার রহমান বিএসসি।
গেল সোমবার (২৯ ডিসেম্বর) মনোনয়ন দাখিলের শেষ দিনে তিনি সহকারী রিটার্নিং অফিসার ও সাদুল্লাপুর উপজেলা নির্বাহী অফিসারের কাছে তার মনোনয়নপত্র জমা দেন।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, গাইবান্ধা-৩ আসনে এবার মোট ১০জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে ৮জন দলীয় এবং ২জন স্বতন্ত্র প্রার্থী। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা নির্বাচন অফিসার মোহাম্মাদ শহিদুল ইসলাম।
আজিজার রহমান বিএসসি এলাকায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে বেশ পরিচিত।তিনি দীর্ঘদিন ধরে বাইসাইকেলে করে পাড়া-মহল্লা, হাট-বাজার ও গ্রামগঞ্জে মাইকিংয়ের মাধ্যমে ভোট ও দোয়া প্রার্থনা করে আসছেন।এর আগে তিনি একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণ করেন।
আজিজার রহমান বিএসসি পেশায় একজন সহকারী শিক্ষক।তিনি দড়ি জামালপুর রোকেয়া ছামাদ দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ে কর্মরত।তার বাড়ি সাদুল্লাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের খোদা বকস্ গ্রামে। তিনি মরহুম রজব উদ্দিন মন্ডলের ছেলে এবং জন্মগ্রহণ করেন ১৯৬৮ সালের ১৭ নভেম্বর।
মনোনয়ন দাখিলের পর তিনি বলেন, জনগণের প্রতি তার অগাধ বিশ্বাস ও ভালোবাসা রয়েছে এবং এবারের নির্বাচনে জয়ী হওয়ার বিষয়ে তিনি শতভাগ আশাবাদী।
উল্লেখ্য, এর আগে তিনি দুইবার ইউপি নির্বাচন ও একবার উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচন করেছেন। এছাড়াও একাদশ জাতীয় সংসদ ও সংসদীয় উপ-নির্বাচনে অংশ নিয়ে তিনি নৌকা প্রতীকের কাছে পরাজিত হন।
নিজস্ব প্রতিবেদক 














