আজ ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই মে, ২০২৪ ইং

খেলাটা উপভোগ করো’ ভুল সবাই করে,

২০২২ সালে কাতার বিশ্বকাপের বাছাইপর্বের দ্বিতীয় রাউন্ডে আগামীকাল বৃহস্পতিবার খেলতে নামবে বাংলাদেশ ফুটবল দল। প্রতিপক্ষ সেই কাতারই। এই ম্যাচে নামার আগে সতীর্থদের প্রতি বার্তা দিলেন বাংলাদেশ অধিনায়ক জামাল ভুইয়া। বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে কাতারের মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচ অনেক কঠিন হবে জানিয়ে বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভুইয়া সতীর্থদের খেলাটা উপভোগ করতে বলেছেন। ‘আমি আমার সতীর্থদের বলি ভয় পাওয়ার কিছু নেই। সবাই ভুল করে। আমি তাদেরকে বলি মাঠে যাও এবং খেলাটাকে উপভোগ করো’- কাতারের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে আজ দুপুরে বাফুফে ভবনে এভাবেই বলছিলেন জামাল ভুইয়া। বাংলাদেশ অধিনায়ক আরও জানান, সবাই শতভাগ দিলে ভালো কিছুও হতে পারে। তিনি বলেন, ‘সবাই যদি শতভাগ দেয় আমরা ভালো করার চেষ্টা করব। কাতারের খেলোয়াড়রা অনেক শক্তিশালী। তারা অনেক ভালো ভালো লিগে খেলে। তবে সবাই শতভাগ দিলে আমরা ভালো করব।’ এই ম্যাচের প্রস্তুতি হিসেবে ভুটানের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলে বাংলাদেশ। প্রথম ম্যাচে চার গোলে উড়িয়ে দিলেও দ্বিতীয়টিতে জয় পায় সাদামাটা। তবে প্রস্তুতিটা ভালোভাবেই সেরেছে বাংলাদেশ। জামাল ভুইয়া বলেন, ‘কোচ আমাদের নিয়ে অনেক কাজ করছে। আমাদের শক্তি নিয়ে কোচ ভালোভাবেই জানেন। আমরা তাকিয়ে আছি ভালো করার জন্য।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...