শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

আইএসের চিহ্ন সম্বলিত টুপি দেখে বিস্মিত হাইকোর্ট

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: ১০:২০:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০১৯
  • ২৭৩ বার পড়া হয়েছে

নিম্ন আদালতে কঠোর নিরাপত্তার মধ্যেও হলি আর্টিজানে জঙ্গি হামলা মামলায় দণ্ডিত দুই আসামির মাথায় আইএসের (ইসলামিক স্টেট) চিহ্ন সম্বলিত টুপি কীভাবে এল তা নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন হাইকোর্ট।

গতকাল রোববার আইন ও সালিশ কেন্দ্রের (আসক) এক মামলার শুনানিতে পত্রিকার প্রতিবেদনের প্রসঙ্গ টেনে এ বিষয়ে মন্তব্য করেন আদালত।

বিচারপতি এম ইনায়েতুর রহিম ও মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ মন্তব্য করেন।

এ সময় আদালত বলেন, আইএসের টুপি নিয়ে পত্রিকায় দেখলাম- পুলিশ বলছে তারা এ বিষয়ে জানে না। অন্যদিকে কারা কর্তৃপক্ষ বলছে টুপি কারাগার থেকে যায়নি! তাহলে টুপি দিল কে? আইএসের টুপি ফেরেশতা দিল নাকি শয়তান দিল?

প্রসঙ্গত, হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলার মামলার রায়ের দিন আইএসের টুপি পড়ে আদালতে হাজির হন দুই আসামি। এ সময় তারা আঙ্গুলি উচিয়ে উচ্ছাস প্রকাশ করেন। পুলিশ বলছে, আইএসের টুপি কিভাবে এল তারা এ বিষয়ে কিছুই জানে না। এ বিষয়ে আইনমন্ত্রী বলেন, এ ঘটনায় তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

জনপ্রিয়

মারধর করে জমি লিখে নিয়ে পুত্র এবং প্রধানশিক্ষিকা পুত্রবধু মিলে বিতাড়িত করল বৃদ্ধ বাবা-মা কে

error: Content is protected !!

আইএসের চিহ্ন সম্বলিত টুপি দেখে বিস্মিত হাইকোর্ট

প্রকাশের সময়: ১০:২০:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০১৯

নিম্ন আদালতে কঠোর নিরাপত্তার মধ্যেও হলি আর্টিজানে জঙ্গি হামলা মামলায় দণ্ডিত দুই আসামির মাথায় আইএসের (ইসলামিক স্টেট) চিহ্ন সম্বলিত টুপি কীভাবে এল তা নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন হাইকোর্ট।

গতকাল রোববার আইন ও সালিশ কেন্দ্রের (আসক) এক মামলার শুনানিতে পত্রিকার প্রতিবেদনের প্রসঙ্গ টেনে এ বিষয়ে মন্তব্য করেন আদালত।

বিচারপতি এম ইনায়েতুর রহিম ও মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ মন্তব্য করেন।

এ সময় আদালত বলেন, আইএসের টুপি নিয়ে পত্রিকায় দেখলাম- পুলিশ বলছে তারা এ বিষয়ে জানে না। অন্যদিকে কারা কর্তৃপক্ষ বলছে টুপি কারাগার থেকে যায়নি! তাহলে টুপি দিল কে? আইএসের টুপি ফেরেশতা দিল নাকি শয়তান দিল?

প্রসঙ্গত, হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলার মামলার রায়ের দিন আইএসের টুপি পড়ে আদালতে হাজির হন দুই আসামি। এ সময় তারা আঙ্গুলি উচিয়ে উচ্ছাস প্রকাশ করেন। পুলিশ বলছে, আইএসের টুপি কিভাবে এল তারা এ বিষয়ে কিছুই জানে না। এ বিষয়ে আইনমন্ত্রী বলেন, এ ঘটনায় তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।