বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

দুই মাথা বিশিষ্ট গরু দেখতে উৎসুক জনতার ভীর

 ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে দুই মাথা বিশিষ্ট একটি বাছুঁর গরু দেখতে ভির করছে এলাকার নানা বয়সের উৎসুক জনতা। আজ শুক্রবার (৩ এপ্রিল) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার ১৯ নং বেগুনবাড়ি ইউনিয়নের শুখানপুকুর গ্রামের (কালুয়ার মোড়) শহিদুল ইসলামের একটি গরু দুই মাথা বিশিষ্ট বাঁছুর জন্ম দেয়। ষাঁড় এ বাঁছুরটির দুটি মাথার পাশাপাশি দুটি মুখ, চারটি চোখ, নাকসহ সব স্বাভাবিক। তবে মাথা দুটি মাথায় কানও দুটি। বাচ্চা গরুটি সুস্থ্য আছে। গরুর মালিক শহিদুল জানান, সকালে আমার একটি গরুর বাচ্চা হয়। কিন্তু বাচ্চাটি ভূমিষ্ট হওয়ার পর দুটি মাথা দেখে অবাক হই। এ খবর ছড়িয়ে পড়লে এলাকার অনেক মানুষ বাঁছুরটি দেখেতে আসছে। একই গ্রামের প্রবীণ ব্যক্তি জয়নাল মিয়া বলেন, দুই মাথা ওয়ালা গরুর জন্ম হয়েছে শুনে দেখেতে আসছি। আল্লাহ্ চাইলে সবই সম্ভব।

জনপ্রিয়

মারধর করে জমি লিখে নিয়ে পুত্র এবং প্রধানশিক্ষিকা পুত্রবধু মিলে বিতাড়িত করল বৃদ্ধ বাবা-মা কে

error: Content is protected !!

দুই মাথা বিশিষ্ট গরু দেখতে উৎসুক জনতার ভীর

প্রকাশের সময়: ০৫:৫৯:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২০

 ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে দুই মাথা বিশিষ্ট একটি বাছুঁর গরু দেখতে ভির করছে এলাকার নানা বয়সের উৎসুক জনতা। আজ শুক্রবার (৩ এপ্রিল) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার ১৯ নং বেগুনবাড়ি ইউনিয়নের শুখানপুকুর গ্রামের (কালুয়ার মোড়) শহিদুল ইসলামের একটি গরু দুই মাথা বিশিষ্ট বাঁছুর জন্ম দেয়। ষাঁড় এ বাঁছুরটির দুটি মাথার পাশাপাশি দুটি মুখ, চারটি চোখ, নাকসহ সব স্বাভাবিক। তবে মাথা দুটি মাথায় কানও দুটি। বাচ্চা গরুটি সুস্থ্য আছে। গরুর মালিক শহিদুল জানান, সকালে আমার একটি গরুর বাচ্চা হয়। কিন্তু বাচ্চাটি ভূমিষ্ট হওয়ার পর দুটি মাথা দেখে অবাক হই। এ খবর ছড়িয়ে পড়লে এলাকার অনেক মানুষ বাঁছুরটি দেখেতে আসছে। একই গ্রামের প্রবীণ ব্যক্তি জয়নাল মিয়া বলেন, দুই মাথা ওয়ালা গরুর জন্ম হয়েছে শুনে দেখেতে আসছি। আল্লাহ্ চাইলে সবই সম্ভব।