আজ ১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩০শে এপ্রিল, ২০২৪ ইং

করোনায় আক্রান্ত শিক্ষার্থী, দশ বাড়ি লকডাউন

 রংপুর প্রতিনিধি : রংপুরের মিঠাপুকুরে এক শিক্ষার্থীর শরীরে করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে। তার বাড়ি উপজেলার বালারহাট ইউনিয়নের খন্দকার পাড়া গ্রামে। এ ঘটনায় ওই শিক্ষার্থীর বাড়িসহ আশেপাশের দশটি বাড়ি লকডাউন করেছে প্রশাসন। মিঠাপুকুর উপজেলা নির্বাহী অফিসার মামুন ভূইয়া জানিয়েছেন, চলতি বছর এসএসসি পরীক্ষা শেষে ওই শিক্ষার্থী মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার মজিদবাড়ি গ্রামে নানুর বাড়িতে বেড়াতে যায়‌। গত ২৬ মার্চ সেখান থেকে নিজ বাড়িতে ফিরে আসে। জেলা সিভিল সার্জন হিরম্ব কুমার রায় জানিয়েছেন, কয়েকদিন আগে জ্বর ও কাশী সহ শ্বাসকষ্ট দেখা দিলে তার নমুনা সংগ্রহ করা হয়। রংপুর মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগে বসানো পিসিআর ল্যাবে করোনা পরীক্ষা করা হয় তার নমুনার। এতে তার করোনা শনাক্ত হয়। এদিকে মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর আলী বিশ্বাস জানান, করোনা শনাক্তের পর ওই শিক্ষার্থীর বাড়িসহ আশপাশের দশটি বাড়ি লকডাউন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...