শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

রাস্তার অভুক্ত কুকুরকে খাবার খাওয়াল ইউএনও

 

হিলি প্রতিনিধি:করোনাভাইরাসের কারণে অঘোষিত লকডাউন চলছে। ফলে বড়-ছোট সবধরনের রেস্টুরেন্ট থেকে বেকারী বন্ধ রয়েছে। এ পরস্থিতিতে অভুক্ত রয়েছে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ঘোরাফেরা করা কুকুরগুলো। ওই কুকুরের সাথে অভুক্ত রয়েছে বাচ্চা কুকুরগুলোও।

অনাহারে থাকা এসব কুকুরগুলোকে আজ খাবার দিতে দেখা যায় ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদা খানমকে।

তিনি জানান, যতদিন পর্যন্ত খাবার হোটেল ও বেকারী খুলবে না ততদিন পর্যন্ত তাদের এ খাবার দেয়া অব্যাহত থাকবে।

উপজেলার শামসুল ইসলাম শামু জাজান, খাবারের দোকানগুলো বন্ধের পূর্বে বেশী রাত করে বাসায় ফিরলে শহরের বিভিন্ন সড়কে কুকুরের ডাকে ভয় পেতে হতো। কিন্তু খাবারের দোকান বন্ধের পর থেকে কুকুরগুলো অভুক্ত থাকায় সড়কের বিভিন্ন স্থানে ঘুমিয়ে থাকে। আগের মত হাকডাক নেই বললেই চলে।

জনপ্রিয়

মারধর করে জমি লিখে নিয়ে পুত্র এবং প্রধানশিক্ষিকা পুত্রবধু মিলে বিতাড়িত করল বৃদ্ধ বাবা-মা কে

error: Content is protected !!

রাস্তার অভুক্ত কুকুরকে খাবার খাওয়াল ইউএনও

প্রকাশের সময়: ১২:১৬:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২০

 

হিলি প্রতিনিধি:করোনাভাইরাসের কারণে অঘোষিত লকডাউন চলছে। ফলে বড়-ছোট সবধরনের রেস্টুরেন্ট থেকে বেকারী বন্ধ রয়েছে। এ পরস্থিতিতে অভুক্ত রয়েছে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ঘোরাফেরা করা কুকুরগুলো। ওই কুকুরের সাথে অভুক্ত রয়েছে বাচ্চা কুকুরগুলোও।

অনাহারে থাকা এসব কুকুরগুলোকে আজ খাবার দিতে দেখা যায় ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদা খানমকে।

তিনি জানান, যতদিন পর্যন্ত খাবার হোটেল ও বেকারী খুলবে না ততদিন পর্যন্ত তাদের এ খাবার দেয়া অব্যাহত থাকবে।

উপজেলার শামসুল ইসলাম শামু জাজান, খাবারের দোকানগুলো বন্ধের পূর্বে বেশী রাত করে বাসায় ফিরলে শহরের বিভিন্ন সড়কে কুকুরের ডাকে ভয় পেতে হতো। কিন্তু খাবারের দোকান বন্ধের পর থেকে কুকুরগুলো অভুক্ত থাকায় সড়কের বিভিন্ন স্থানে ঘুমিয়ে থাকে। আগের মত হাকডাক নেই বললেই চলে।