আজ ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই মে, ২০২৪ ইং

ছুটি বাড়ানোর প্রজ্ঞাপন যেকোনো সময়

ডেক্স নিউজ : করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকারি ছুটি আরেক দফা বাড়িয়ে সাপ্তাহিক ছুটিসহ ১ কিংবা ২ এপ্রিল পর্যন্ত করা হতে পারে। আগের প্রজ্ঞাপন অনুযায়ী, চলমান ছুটি শেষ হওয়ার কথা ২৫ এপ্রিল।

সূত্র জানায়, এবারের ছুটির প্রজ্ঞাপনে সরকারি নির্দেশনায় বেশকিছু পরিবর্তন আসতে পারে। রপ্তানিমুখী শিল্প কারখানাসহ বিভিন্ন খাত নিয়ে নতুন নির্দেশনা থাকছে। আসন্ন রমজানকে সামনে রেখে দেশের অর্থনৈতিক ক্ষতির কথা চিন্তা করে কিছু নিষেধাজ্ঞা শিথিল করা হবে। বুধবার যেকোনো সময় নতুন নির্দেশনা দিয়ে সরকারি ছুটির বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হবে। এর আগে করোনাভাইরাস পরিস্থিতির উন্নতি না হওয়ায় সাধারণ ছুটির মেয়াদ আরো সাত দিন বাড়ানোর সুপারিশ করেছে করোনাভাইরাস প্রতিরোধের লক্ষ্যে গঠিত জাতীয় কমিটি।

মঙ্গলবার স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। করোনা সংক্রমণ রোধে ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল সরকারি ছুটি ঘোষণা করা হয়। তারপর কয়েক ধাপে তা ২৫ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...