আজ ১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩০শে এপ্রিল, ২০২৪ ইং

এটিএম থেকে ছড়াচ্ছে করোনা! ভারতে ৩ সেনা আক্রান্ত

ডেক্স নিউজ : ভারতীয় সেনাবাহিনীর আরও তিন সদস্য প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। এ ছাড়া আক্রান্তদের সংস্পর্শে আসা ২৮ জনকে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।

সূত্রের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম এই সময় জানিয়েছে, আক্রান্ত তিন সেনাসদস্য গুজরাটের বরোদায় কর্মরত। তারা একই দিনে একটি এটিএম থেকে টাকা তুলেছিলেন। সেখান থেকেই তারা আক্রান্ত হয়েছেন বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।

এ ঘটনা সামনে আসার পর প্রটোকল অনুসারে আক্রান্ত সেনাসদস্যদের সংস্পর্শে আসা ২৮ জনকে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। এর আগে ৯ সেনাসদস্যের শরীরে করোনাভাইরাস ধরা পড়েছে। সর্বশেষ গত শনিবার এক সেনার শরীরে এই প্রাণঘাতী ভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়।

এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১২ জনে। ভারতে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ২৩ হাজার ৭৭। মোট মৃত্যু হয়েছে ৭১৮ জনের। সর্বাধিক করোনা আক্রান্ত রাজ্যগুলোর মধ্যে অন্যতম গুজরাট। সারা দেশের মতো সেখানে রোগীর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। মোট আক্রান্তের ভিত্তিতে রাজ্যগুলোর মধ্যে এ মুহূর্তে গুজরাট দুই নম্বরে আছে। সবার ওপরে একমাত্র মহারাষ্ট্র।

গুজরাটে বৃহস্পতিবার আরও ২১৭ জন নতুন করে এই প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত হয়েছেন। ফলে মোট সংখ্যাটা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৬২৪ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ১১২ জনের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...