আজ ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই মে, ২০২৪ ইং

তিন বাংলাদেশির কাতারে মৃত্যু

ডেক্স নিউজ : কাতারে তিনজন বাংলাদেশি মারা গেছেন। তারা হলেন- লক্ষ্মীপুরের রামগঞ্জ থানার কালিডাঙা গ্রামের ইমান হোসেন (২৮), মৌলভীবাজার বড়লেখা দক্ষিণভাগ কামিলপুরের বাসিন্দা তুতিউর রহমান (৫০) এবং মাদারীপুরের কালকিনি উপজেলার কাশেমপুর গ্রামের বিল্লাল হোসেন (৩০)। তাদের লাশ স্থানীয় দোহা হামাদ হাসপাতালের মর্গে রাখা আছে বলে জানা গেছে। প্রবাসীদের অনেকের ধারণা, দুই মাস যাবত করোনাভাইরাসের কারণে কাজ হারিয়ে কর্মহীন হয়ে অর্থ সংকটের পাশাপাশি মানসিকভাবে বিপর্যস্ত হওয়ার কারণে এসব আকস্মিক মৃত্যু হয়েছে।

জানা গেছে, ক্যান্সারে আক্রান্ত হয়ে ইমান হোসেন (২৮) সোমবার স্থানীয় সময় বিকেল ৫টায় দেশটির হামাদ হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি। তার দেশের বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানার কালিডাঙা গ্রাম। অপরদিকে মৌলভীবাজার বড়লেখা দক্ষিণভাগ কামিলপুরের বাসিন্দা তুতিউর রহমান (৫০) ডায়াবেটিস ও দূরারোগে আক্রান্ত হয়ে কাতারের স্থানীয় সময় সোমবার নিজরুমে মৃত্যুবরণ করেছেন। অন্যদিকে স্থানীয় সময় রোববার বিল্লাল হোসেন (৩০) নামে আরেক প্রবাসী হৃদরোগে আক্রান্ত হয়ে নিজরুমে মৃত্যুবরণ করেছেন। তিনি মাদারীপুর জেলার কালকিনি উপজেলার কাশেমপুর গ্রামের স্থানীয় বাসিন্দা।

তিন প্রবাসী বাংলাদেশির মৃত্যুতে চলমান মহামারি করোনা সংকটে বাংলাদেশ কমিউনিটির নেতারা শোক জানিয়েছেন। সেই সাথে প্রবাসী বাংলাদেশিদের কাতার স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি সর্বোচ্চ সতর্কতায় চলার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ কমিটির সভাপতি প্রকৌশলী আনোয়ার হোসেন আকন। মঙ্গলবার সকাল পর্যন্ত করোনায় বিশ্বব্যাপী নিহতের সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ ৫২ হাজার ২৪১ জনে এবং আক্রান্তের সংখ্যা ৩৬ লাখ ৪৫ হাজার ৫৩৯ জন। অপরদিকে ১১ লাখ ৯৫ হাজার ৫৯ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...