আজ ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই মে, ২০২৪ ইং

করোনা রোগী ১১ দিন পর কাউকে আক্রান্ত করার ক্ষমতা রাখে না

ডেক্স নিউজ : মহামারি রূপ নেয়া করোনাভাইরাস বিশ্বব্যাপী তাণ্ডব চালাচ্ছে। ভাইরাসের প্রাদুর্ভাব এবং এতে কয়েকশ মানুষের প্রাণহানির খবরের পর ছোঁয়াচে এই রোগটি নিয়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মানুষ থেকে মানুষে ছাড়ানো এই ভাইরাসের কোনো প্রতিষেধক আবিস্কার না হওয়ায় সুস্থ থাকতে বিশ্বব্যাপী মানুষ নিজেদের ঘরবন্দি করেছে। তবুও থামছে না আক্রান্ত ও মৃতের সংখ্যা। 

তবে সিঙ্গাপুরের ন্যাশনাল সেন্টার ফর ইনফেকসাস ডিজিস এবং অ্যাকাডেমি অব মেডিসিনের যৌথ ওই গবেষণায় পাওয়া গেছে, করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার ১১ দিন পর রোগীরা আর অন্য কাউকে আক্রান্ত করেন না। এমনকি নিজেরা পজিটিভ থাকলেও তখন আর অন্যদের সংক্রমিত হওয়ার ভয় থাকে না।

সিঙ্গাপুরের ৭৩ জন করোনা রোগীর ওপর পর্যবেক্ষণের পর এ ফল পেয়েছেন গবেষকরা। আর এই ফলের ভিত্তিতে সেদেশে করোনা রোগীদের চিকিৎসা এবং ছাড়পত্র দেয়া হতে পারে। সিঙ্গাপুরে এখন পর্যন্ত ৩১ হাজার ৬৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন এবং মারা গেছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...