বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বালু উত্তোলনের দায়ে ইউপি চেয়ারম্যানের অর্থ দন্ড

 নগরকান্দা ( ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের নগরকান্দা উপজেলার কাইচাইল ইউনিয়নে অবৈধ ভাবে ড্রেজার মেশিন লাগিয়ে দীর্ঘদিন ধরে বালু উত্তোলন করে তা বিক্রি করার অপরাধে ড্রেজার মালিক ইউপি চেয়ারম্যানকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত ।

শুক্রবার দুপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নগরকান্দা সহকারী কমিশনার ( ভূমি) আহসান মাহমুদ রাসেল।

জানা গেছে, কাইচাইল ইউনিয়নের চেয়ারম্যান কবির হোসেন ঠান্ডু ও তার ভাই দীর্ঘ তিন মাসের অধিক সময় ধরে বাবুর কাইচাইল পুরান দিঘিতে অবৈধ ভাবে ড্রেজার মেশিন লাগিয়ে বালু উত্তোলন করে তা বিভিন্ন জনের কাছে বিক্রি করে আসছিল। বালু উত্তোলনের ফলে আশপাশের বেশ কয়েকটি বাড়ী হুমকির মুখে পড়ে। এ প্রেক্ষিতে স্থানীয়রা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবরে লিখিত আবেদন দেন। সেই আবেদনের প্রেক্ষিতে  শুক্রবার দুপুরের দিকে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আহসান মাহমুদ রাসেল সরেজমিন ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পান।

এসময় ড্রেজার মালিক কবির হোসেন ঠান্ডুকে ৫০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত এবং তাৎক্ষনিক ড্রেজার মেশিনটি তুলে ফেলা হয়।

ভ্রাম্যমান আদালত সূত্র জানায়, জরিমানার পাশাপাশি ড্রেজার মালিককে সর্তক করে দেওয়া হয়েছে। ভবিষ্যতে এ ধরনের কর্মকান্ড অব্যাহত রাখলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

 

জনপ্রিয়

মারধর করে জমি লিখে নিয়ে পুত্র এবং প্রধানশিক্ষিকা পুত্রবধু মিলে বিতাড়িত করল বৃদ্ধ বাবা-মা কে

error: Content is protected !!

বালু উত্তোলনের দায়ে ইউপি চেয়ারম্যানের অর্থ দন্ড

প্রকাশের সময়: ০৮:৫৯:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২০

 নগরকান্দা ( ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের নগরকান্দা উপজেলার কাইচাইল ইউনিয়নে অবৈধ ভাবে ড্রেজার মেশিন লাগিয়ে দীর্ঘদিন ধরে বালু উত্তোলন করে তা বিক্রি করার অপরাধে ড্রেজার মালিক ইউপি চেয়ারম্যানকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত ।

শুক্রবার দুপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নগরকান্দা সহকারী কমিশনার ( ভূমি) আহসান মাহমুদ রাসেল।

জানা গেছে, কাইচাইল ইউনিয়নের চেয়ারম্যান কবির হোসেন ঠান্ডু ও তার ভাই দীর্ঘ তিন মাসের অধিক সময় ধরে বাবুর কাইচাইল পুরান দিঘিতে অবৈধ ভাবে ড্রেজার মেশিন লাগিয়ে বালু উত্তোলন করে তা বিভিন্ন জনের কাছে বিক্রি করে আসছিল। বালু উত্তোলনের ফলে আশপাশের বেশ কয়েকটি বাড়ী হুমকির মুখে পড়ে। এ প্রেক্ষিতে স্থানীয়রা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবরে লিখিত আবেদন দেন। সেই আবেদনের প্রেক্ষিতে  শুক্রবার দুপুরের দিকে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আহসান মাহমুদ রাসেল সরেজমিন ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পান।

এসময় ড্রেজার মালিক কবির হোসেন ঠান্ডুকে ৫০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত এবং তাৎক্ষনিক ড্রেজার মেশিনটি তুলে ফেলা হয়।

ভ্রাম্যমান আদালত সূত্র জানায়, জরিমানার পাশাপাশি ড্রেজার মালিককে সর্তক করে দেওয়া হয়েছে। ভবিষ্যতে এ ধরনের কর্মকান্ড অব্যাহত রাখলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।