বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

পতিত জমিতে আম চাষ করে গোবিন্দগঞ্জের কৃষক আব্দুল আলিমের মুখে হাসির ঝলক

বিশেষ প্রতিবেদক: আম হল ফলের রাজা এবং গাছ হল জাতীয় গাছ৷

আম সাধারণত উষ্ণ ও অবউষ্ণমণ্ডলীয় অঞ্চলের স্বার্থকভাবে জন্মে৷ ইন্দো-বার্মা অঞ্চলে আমের উত্‍পত্তিস্থল বলে ধারণা করা হয় তবে বাংলাদেশ সহ ভারতীয় উপমহামহাদেশে আম সবচেয়ে জনপ্রিয় ফল কারণ এ ফল বৈচিত্র্যপূর্ণ ব্যবহার, পুষ্টিমান ও স্বাদে-গন্ধে অতুলনীয়৷

বাংলাদেশে প্রায় সব অঞ্চলে আম জন্মে কিন্তু দেশের উরাঞ্চলে এর বাণিজ্যিকভাবে ব্যাপক চাষ হয়ে থাকলেও গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ততোটা বাণিজ্যিকভাবে আম চাষ হয়না। তবে পতিত জমিতে আম চাষে কৃষকদের উৎসাহিত করতে কাজ করছে গোবিন্দগঞ্জ কৃষি বিভাগ।

জানা গেছে কৃষি বিভাগের সাথে যোগাযোগ করে পতিত জমিতে আম চাষ করে গোবিন্দগঞ্জের কৃষক আব্দুল আলিমের মুখে হাসি ফুটেছে।

কৃষক আব্দুল আলিম উপজেলার কোচাশহর ইউনিয়নের রতনপুর গ্রামের বাসিন্দা। সে তাঁর বুনোতলা বাজার এলাকায় দীর্ঘদিনের পতিত থাকা দেড় বিঘা জমিতে আম চাষ করেছে। জানা গেছে, গোবিন্দগঞ্জ কৃষি বিভাগের সাথে যোগাযোগ করে এনএটিপি-২ প্রকল্পের আওতায় আম বাগানের প্রদর্শনী ব্লক করেন তিনি।

আব্দুল আলিম চার বছর আগে উপজেলা কৃষি অফিস থেকে আম রুপালি ও বারি আম-৪ জাতের চারা নিয়ে এ প্রদর্শনী ব্লকে ৬০ টি আম গাছ লাগায়। এ আম বাগানে প্রথম আম ধরেছে এবছর। প্রথমবার এতো পরিমাণ আম ধরা দেখে কৃষক ও তার ছোট্ট সন্তানের মুখে হাসি ফুটেছে। প্রতিটি আম গাছে প্রচুর পরিমানে আম ধরেছে।

গতকাল আব্দুল আলিমের আম বাগান পরিদর্শন করেন গোবিন্দগঞ্জ কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মোঃ মোরতবা আলী (মানিক)ও অত্র ব্লকের উপসহকারী কৃষি অফিসার জাহাঙ্গীর আলম।এসময় কর্মকর্তাদ্বয় বাগান ঘুরে ঘুরে দেখেন।

বাগান পরিদর্শন শেষে কৃষিবীদ মোরতবা আলী মানিক জানান ব্লকটিতে প্রথম এ বছর আম ধরেছে,প্রথম বছরে ব্যাপক ফলন হয়েছে। তিনি বলেন গোবিন্দগঞ্জ উপজেলা মাটি আম চাষের জন্য বেশ উপযোগী। কৃষকরা তাদের পতিত জমিতে আম বগান করলে গোবিন্দগঞ্জ আম উৎপাদনে বিপ্লব ঘটানো যাবে।

জনপ্রিয়

মারধর করে জমি লিখে নিয়ে পুত্র এবং প্রধানশিক্ষিকা পুত্রবধু মিলে বিতাড়িত করল বৃদ্ধ বাবা-মা কে

error: Content is protected !!

পতিত জমিতে আম চাষ করে গোবিন্দগঞ্জের কৃষক আব্দুল আলিমের মুখে হাসির ঝলক

প্রকাশের সময়: ১২:৫৫:০৯ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২০

বিশেষ প্রতিবেদক: আম হল ফলের রাজা এবং গাছ হল জাতীয় গাছ৷

আম সাধারণত উষ্ণ ও অবউষ্ণমণ্ডলীয় অঞ্চলের স্বার্থকভাবে জন্মে৷ ইন্দো-বার্মা অঞ্চলে আমের উত্‍পত্তিস্থল বলে ধারণা করা হয় তবে বাংলাদেশ সহ ভারতীয় উপমহামহাদেশে আম সবচেয়ে জনপ্রিয় ফল কারণ এ ফল বৈচিত্র্যপূর্ণ ব্যবহার, পুষ্টিমান ও স্বাদে-গন্ধে অতুলনীয়৷

বাংলাদেশে প্রায় সব অঞ্চলে আম জন্মে কিন্তু দেশের উরাঞ্চলে এর বাণিজ্যিকভাবে ব্যাপক চাষ হয়ে থাকলেও গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ততোটা বাণিজ্যিকভাবে আম চাষ হয়না। তবে পতিত জমিতে আম চাষে কৃষকদের উৎসাহিত করতে কাজ করছে গোবিন্দগঞ্জ কৃষি বিভাগ।

জানা গেছে কৃষি বিভাগের সাথে যোগাযোগ করে পতিত জমিতে আম চাষ করে গোবিন্দগঞ্জের কৃষক আব্দুল আলিমের মুখে হাসি ফুটেছে।

কৃষক আব্দুল আলিম উপজেলার কোচাশহর ইউনিয়নের রতনপুর গ্রামের বাসিন্দা। সে তাঁর বুনোতলা বাজার এলাকায় দীর্ঘদিনের পতিত থাকা দেড় বিঘা জমিতে আম চাষ করেছে। জানা গেছে, গোবিন্দগঞ্জ কৃষি বিভাগের সাথে যোগাযোগ করে এনএটিপি-২ প্রকল্পের আওতায় আম বাগানের প্রদর্শনী ব্লক করেন তিনি।

আব্দুল আলিম চার বছর আগে উপজেলা কৃষি অফিস থেকে আম রুপালি ও বারি আম-৪ জাতের চারা নিয়ে এ প্রদর্শনী ব্লকে ৬০ টি আম গাছ লাগায়। এ আম বাগানে প্রথম আম ধরেছে এবছর। প্রথমবার এতো পরিমাণ আম ধরা দেখে কৃষক ও তার ছোট্ট সন্তানের মুখে হাসি ফুটেছে। প্রতিটি আম গাছে প্রচুর পরিমানে আম ধরেছে।

গতকাল আব্দুল আলিমের আম বাগান পরিদর্শন করেন গোবিন্দগঞ্জ কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মোঃ মোরতবা আলী (মানিক)ও অত্র ব্লকের উপসহকারী কৃষি অফিসার জাহাঙ্গীর আলম।এসময় কর্মকর্তাদ্বয় বাগান ঘুরে ঘুরে দেখেন।

বাগান পরিদর্শন শেষে কৃষিবীদ মোরতবা আলী মানিক জানান ব্লকটিতে প্রথম এ বছর আম ধরেছে,প্রথম বছরে ব্যাপক ফলন হয়েছে। তিনি বলেন গোবিন্দগঞ্জ উপজেলা মাটি আম চাষের জন্য বেশ উপযোগী। কৃষকরা তাদের পতিত জমিতে আম বগান করলে গোবিন্দগঞ্জ আম উৎপাদনে বিপ্লব ঘটানো যাবে।