বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

যৌতুকের দাবিতে গৃহবধুকে শ্বাসরোধে হত্যা : স্বামী-ননদ আটক

সিরাজগঞ্জ প্রতিনিধি: যৌতুকের দাবিতে সিরাজগঞ্জে শহরে মুন্নি বেগম (২৫) নামের এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। পুলিশ এ ঘটনায় নিহত গৃহবধূর স্বামী ও ননদকে আটক করেছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সিরাজগঞ্জ শহর সংলগ্ন চর মালশাপাড়া মহল্লার আসকর আলীর মেয়ে মুন্নি বেগমকে (২৬) যৌতুকের দাবিতে প্রায়ই তার স্বামী জাহিদ হোসেন ও তার পরিবারের সদস্যরা শারীরিক নির্যাতন করতো।

এরই জের ধরে শনিবার সন্ধ্যায় জাহিদ ও তার পরিবারের লোকজন মুন্নি বেগমকে শ্বাসরোধ করে হত্যা করে লাশ গুম করার চেষ্টা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্বামী জাহিদ এবং ননদ রুনা খাতুনকে আটক করে ও  মধ্যরাতে নিহত গৃহবধূ মুন্নি বেগমের লাশ উদ্ধার করে। এ ঘটনায় সিরাজগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এস.আই) ফারুক হোসেন জানান, প্রাথমিকভাবে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ময়নাতদন্তের জন্য লাশ সিরাজগঞ্জ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

 

জনপ্রিয়

মারধর করে জমি লিখে নিয়ে পুত্র এবং প্রধানশিক্ষিকা পুত্রবধু মিলে বিতাড়িত করল বৃদ্ধ বাবা-মা কে

error: Content is protected !!

যৌতুকের দাবিতে গৃহবধুকে শ্বাসরোধে হত্যা : স্বামী-ননদ আটক

প্রকাশের সময়: ০২:২২:৩৭ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২০

সিরাজগঞ্জ প্রতিনিধি: যৌতুকের দাবিতে সিরাজগঞ্জে শহরে মুন্নি বেগম (২৫) নামের এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। পুলিশ এ ঘটনায় নিহত গৃহবধূর স্বামী ও ননদকে আটক করেছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সিরাজগঞ্জ শহর সংলগ্ন চর মালশাপাড়া মহল্লার আসকর আলীর মেয়ে মুন্নি বেগমকে (২৬) যৌতুকের দাবিতে প্রায়ই তার স্বামী জাহিদ হোসেন ও তার পরিবারের সদস্যরা শারীরিক নির্যাতন করতো।

এরই জের ধরে শনিবার সন্ধ্যায় জাহিদ ও তার পরিবারের লোকজন মুন্নি বেগমকে শ্বাসরোধ করে হত্যা করে লাশ গুম করার চেষ্টা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্বামী জাহিদ এবং ননদ রুনা খাতুনকে আটক করে ও  মধ্যরাতে নিহত গৃহবধূ মুন্নি বেগমের লাশ উদ্ধার করে। এ ঘটনায় সিরাজগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এস.আই) ফারুক হোসেন জানান, প্রাথমিকভাবে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ময়নাতদন্তের জন্য লাশ সিরাজগঞ্জ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।