বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

চাচার অসুখের কথা বলে ডেকে নিয়ে খুন করল ব্যবসায়িকে

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: ০৬:৫১:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২০
  • ৩৩৩ বার পড়া হয়েছে

পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীর সদর উপজেলার বদরপুর ইউনিয়নের মিঠাপুর গ্রামের নদীর তীরের ডোবা থেকে মামুন হাওলাদার (৩৮) নামে এক জুতা ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

সে ঐ এলাকার সোহরাব হাওলাদারের ছেলে। মামুন হাওলাদারের পটুয়াখালী শহরের নিউ মার্কেটে ‘নাজ সুজ’ নামে একটি ব্যাবসা প্রতিষ্ঠান রয়েছে ।

স্থানীয় এবং পরিবার থেকে জানানো হয়, বুধবার রাত যখন ৮টা তখন কেউ একজন ফোন দিয়ে বলেছিলো চল তোর চাচার অসুখ দেখতে চল। তারপরে সে তার চাচার কাছ থেকে নৌকার বৈঠা নিয়ে বেরিয়ে যায়। রাতে ঘরে ফিরে না আসায় পরিবারের লোকজন সারা রাত অনেক খোঁজাখুজির পরেও মামুনের কোনো হদিস পাওয়া যায়নি।

আজ বৃহস্পতিবার ভোরে গ্রামবাসী নদীর পাড়ে মামুনের লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দিলে পুলিশ গিয়ে তা উদ্ধার করে ।

পটুয়াখালী সদর থানার ওসি আখতার মোর্শেদ জানান, পূর্ব বিরোধের জেরে জুতা ব্যবসায়ীকে প্রতিপক্ষের লোকজন কুপিয়ে হত্যা করেছে বলে মনে হচ্ছে। মামুনের পিঠে ও শরীরে মোট ১২টি ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। লাশ ময়নাতদন্ত জন্য পাঠানো হয়েছে এবং ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

জনপ্রিয়

মারধর করে জমি লিখে নিয়ে পুত্র এবং প্রধানশিক্ষিকা পুত্রবধু মিলে বিতাড়িত করল বৃদ্ধ বাবা-মা কে

error: Content is protected !!

চাচার অসুখের কথা বলে ডেকে নিয়ে খুন করল ব্যবসায়িকে

প্রকাশের সময়: ০৬:৫১:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২০

পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীর সদর উপজেলার বদরপুর ইউনিয়নের মিঠাপুর গ্রামের নদীর তীরের ডোবা থেকে মামুন হাওলাদার (৩৮) নামে এক জুতা ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

সে ঐ এলাকার সোহরাব হাওলাদারের ছেলে। মামুন হাওলাদারের পটুয়াখালী শহরের নিউ মার্কেটে ‘নাজ সুজ’ নামে একটি ব্যাবসা প্রতিষ্ঠান রয়েছে ।

স্থানীয় এবং পরিবার থেকে জানানো হয়, বুধবার রাত যখন ৮টা তখন কেউ একজন ফোন দিয়ে বলেছিলো চল তোর চাচার অসুখ দেখতে চল। তারপরে সে তার চাচার কাছ থেকে নৌকার বৈঠা নিয়ে বেরিয়ে যায়। রাতে ঘরে ফিরে না আসায় পরিবারের লোকজন সারা রাত অনেক খোঁজাখুজির পরেও মামুনের কোনো হদিস পাওয়া যায়নি।

আজ বৃহস্পতিবার ভোরে গ্রামবাসী নদীর পাড়ে মামুনের লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দিলে পুলিশ গিয়ে তা উদ্ধার করে ।

পটুয়াখালী সদর থানার ওসি আখতার মোর্শেদ জানান, পূর্ব বিরোধের জেরে জুতা ব্যবসায়ীকে প্রতিপক্ষের লোকজন কুপিয়ে হত্যা করেছে বলে মনে হচ্ছে। মামুনের পিঠে ও শরীরে মোট ১২টি ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। লাশ ময়নাতদন্ত জন্য পাঠানো হয়েছে এবং ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।