বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

 পুকুর থেকে মিলল পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: ০৮:৩৯:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২০
  • ২৬৯ বার পড়া হয়েছে

রংপুর প্রতিনিধি: রংপুর পীরগাছায় পুকুর থেকে আকলিমা বেগম (৩০) নামে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিখোঁজের ৩০ ঘন্টা পর বৃহস্পতিবার বিকেলে সদর ইউনিয়নের অনন্তরাম গ্রামের বাড়ির পাশে পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে পীরগাছা থানা পুলিশ ।

নিহত আকলিমা ঢাকা মেট্রোপলিটন পুলিশের তুরাগ থানা কর্মরত এসআই ফজল মাহমুদের স্ত্রী।

পুলিশ ও স্বজনরা জানান, ওই গ্রামের নরুল হকের মেয়ে আকলিমা বেগমের সঙ্গে পাশের বাড়ির ফজল মাহমুদের দীর্ঘদিন আগে বিয়ে হয়।

বুধবার বিকেলে স্বামীর বাড়ি থেকে পাশের বাবার বাড়িতে জরুরি কাজে যান তিন সন্তানের জননী আকলিমা বেগম। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন আত্মীয়-স্বজনের বাড়িসহ সর্বত্র খুঁজেও তাকে পাওয়া যাচ্ছিল না।

বৃহস্পতিবার বিকেলে বাড়ির পাশের একটি পুকুরে আকলিমার মরদেহ ভেসে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে।

পীরগাছা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম মরদেহ উদ্ধারের বিষয়ে তিনি জানিয়েছেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। তদন্তের পর মারা যাওয়ায় বিষয়টির স্পষ্ট ধারনা পাওয়া যাবে।

জনপ্রিয়

মারধর করে জমি লিখে নিয়ে পুত্র এবং প্রধানশিক্ষিকা পুত্রবধু মিলে বিতাড়িত করল বৃদ্ধ বাবা-মা কে

error: Content is protected !!

 পুকুর থেকে মিলল পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ

প্রকাশের সময়: ০৮:৩৯:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২০

রংপুর প্রতিনিধি: রংপুর পীরগাছায় পুকুর থেকে আকলিমা বেগম (৩০) নামে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিখোঁজের ৩০ ঘন্টা পর বৃহস্পতিবার বিকেলে সদর ইউনিয়নের অনন্তরাম গ্রামের বাড়ির পাশে পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে পীরগাছা থানা পুলিশ ।

নিহত আকলিমা ঢাকা মেট্রোপলিটন পুলিশের তুরাগ থানা কর্মরত এসআই ফজল মাহমুদের স্ত্রী।

পুলিশ ও স্বজনরা জানান, ওই গ্রামের নরুল হকের মেয়ে আকলিমা বেগমের সঙ্গে পাশের বাড়ির ফজল মাহমুদের দীর্ঘদিন আগে বিয়ে হয়।

বুধবার বিকেলে স্বামীর বাড়ি থেকে পাশের বাবার বাড়িতে জরুরি কাজে যান তিন সন্তানের জননী আকলিমা বেগম। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন আত্মীয়-স্বজনের বাড়িসহ সর্বত্র খুঁজেও তাকে পাওয়া যাচ্ছিল না।

বৃহস্পতিবার বিকেলে বাড়ির পাশের একটি পুকুরে আকলিমার মরদেহ ভেসে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে।

পীরগাছা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম মরদেহ উদ্ধারের বিষয়ে তিনি জানিয়েছেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। তদন্তের পর মারা যাওয়ায় বিষয়টির স্পষ্ট ধারনা পাওয়া যাবে।