বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

 জুয়া খেলার অপরাধে ৫ জনকে ৭ দিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান

হিলি প্রতিনিধি: হিলিতে জুয়া খেলার অপরাধে ৫ জনকে ৭ দিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে উপজেলা নির্বাহী অফিসার রাফেউল আলম । আজ শনিবার বৈকালে উপজেলার বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করে এ সাজা প্রদান করা হয় ।

উপজেলা নির্বাহী অফিসার রাফেউল আলম জানান, বেলা সাড়ে তিনটার দিকে খবর আসে হিলি বাসস্ট্যান্ডে প্রকাশ্য জুয়া খেলা চলছে। এমন সংবাদের ভিত্তিত্বে হাকিমপুর থানা অফির্সাস ইনর্চাজ সহ ঘটনাস্থল গিয়ে জুয়া খেলা অবস্থায় ৫ জনকে আটক করা হয় । এসময় বংগীয় প্রকাশ্য জুয়া আইন ১৮৬৭ অনুসারে ৫জনকে ০৭ দিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

আটককৃতরা হলেন, ১৷ মোঃ জাহিদ হোসেন,(৩৫)পিতাঃ আব্দুল বারি,রামচন্দ্রপুর, শাজাহানপুর, বগুড়া ২৷ মোঃ মন্টু মিয়া(৪৮)পিতাঃ কাশেম আলী,ইটাই বাওনা, হাকিমপুর ৩৷ মোঃ মিঠু মিয়া(৪৫)পিতাঃ বাহার তালুকদার দণি বাসুদেবপুর, হিলি ৪৷ শাহারুল ইসলাম (১০) পিতাঃ নুরুল ইসলাম ,বাগদা বাজার, গোবিন্দগঞ্জ ৫৷ মোঃ রুবেল মিয়া ( ৪০) পিতাঃ আব্দুল মান্নান, মহেশপুর, হাকিমপুর।

আটককৃতদের আগামিকাল রবিার সকালে দিনাজপুর জেল হাজতে প্রেরন করা হবে বলে জানান পুলিশ ।

 

জনপ্রিয়

মারধর করে জমি লিখে নিয়ে পুত্র এবং প্রধানশিক্ষিকা পুত্রবধু মিলে বিতাড়িত করল বৃদ্ধ বাবা-মা কে

error: Content is protected !!

 জুয়া খেলার অপরাধে ৫ জনকে ৭ দিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান

প্রকাশের সময়: ০৬:২৯:৫৭ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২০

হিলি প্রতিনিধি: হিলিতে জুয়া খেলার অপরাধে ৫ জনকে ৭ দিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে উপজেলা নির্বাহী অফিসার রাফেউল আলম । আজ শনিবার বৈকালে উপজেলার বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করে এ সাজা প্রদান করা হয় ।

উপজেলা নির্বাহী অফিসার রাফেউল আলম জানান, বেলা সাড়ে তিনটার দিকে খবর আসে হিলি বাসস্ট্যান্ডে প্রকাশ্য জুয়া খেলা চলছে। এমন সংবাদের ভিত্তিত্বে হাকিমপুর থানা অফির্সাস ইনর্চাজ সহ ঘটনাস্থল গিয়ে জুয়া খেলা অবস্থায় ৫ জনকে আটক করা হয় । এসময় বংগীয় প্রকাশ্য জুয়া আইন ১৮৬৭ অনুসারে ৫জনকে ০৭ দিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

আটককৃতরা হলেন, ১৷ মোঃ জাহিদ হোসেন,(৩৫)পিতাঃ আব্দুল বারি,রামচন্দ্রপুর, শাজাহানপুর, বগুড়া ২৷ মোঃ মন্টু মিয়া(৪৮)পিতাঃ কাশেম আলী,ইটাই বাওনা, হাকিমপুর ৩৷ মোঃ মিঠু মিয়া(৪৫)পিতাঃ বাহার তালুকদার দণি বাসুদেবপুর, হিলি ৪৷ শাহারুল ইসলাম (১০) পিতাঃ নুরুল ইসলাম ,বাগদা বাজার, গোবিন্দগঞ্জ ৫৷ মোঃ রুবেল মিয়া ( ৪০) পিতাঃ আব্দুল মান্নান, মহেশপুর, হাকিমপুর।

আটককৃতদের আগামিকাল রবিার সকালে দিনাজপুর জেল হাজতে প্রেরন করা হবে বলে জানান পুলিশ ।