
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে একজন করোনা রোগী বাজার করতে মুদি দোকানে যাওয়ার ঘটনায় তোলপাড় শুরু হয়েছে সারা জেলায়। রবিবার সন্ধ্যায় রাসেল খান নামে করোনা আক্রান্ত রোগী শিবগঞ্জের স্বর্ণকার পট্টির একটি মুদি দোকানে গিয়ে বাজার করেন এবং দোকানদারের সঙ্গে লেনদেন করতে দেখা যায় তাকে।
এদিকে করোনা আক্রান্ত ব্যক্তিকে দোকানে দেখে আতঙ্কিত হয়ে পড়েন আশপাশের ব্যবসায়ীসহ স্থানীয়রা। জানা গেছে, প্রায় ১০ দিন আগে শিবগঞ্জ বাজারের ওষুধ ব্যবসায়ী রাসেল খান করোনায় আক্রান্ত হন। এরপর প্রশাসন তার দোকান এবং বাড়ি লকডাউন করে তাকে নিজ বাড়িতে থাকার পরামর্শ দেন। কিন্তু তিনি বাজার করতে যাওয়ায় বিস্ময় প্রকাশ করেছেন অনেকেই।
এ ব্যাপারে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সায়রা খান জানান, করোনাভাইরাস পজেটিভ রোগীকে লিখিতভাবে ছাড়পত্র না দিলে তিনি বাড়ি হতে বের হতে পারবেন না। কিন্তু এ নির্দেশনা উপেক্ষা করে রাসেল খান শিবগঞ্জ বাজারে বাজার করছেন, এতে করে অন্যদের মধ্যেও রোগটি ছড়িয়ে পড়তে পারে।
অন্যদিকে শিবগঞ্জ পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা আব্দুল বাতেন জানান, রাসেল খান কারো নির্দেশনা তোয়াক্কা করছেন না। পরিপ্রেক্ষিতে বিষয়টি পৌর কর্তৃপক্ষ শিবগঞ্জ উপজেলা নিবার্হী অফিসারকে অবহিত করেছেন।
এ বিষয়ে শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সাকিব আল-রাব্বি বলেন, স্থানীয়দের কাছ হতে বিষয়টি জানতে পেরে রাসেলের বাড়িতে লোক পাঠিয়ে তাকে সতর্ক করা হয়েছে। এরপরেও যদি তিনি সরকারি নির্দেশনা অমান্য করেন তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
প্রকাশক ও সম্পাদক: মোঃ আতিকুর রহমান আতিক বাবু, বার্তা সম্পাদক: শামসুর রহমান হৃদয়, বিজ্ঞাপন বিভাগ: রওশন সরকার, 01707-480805, সম্পাদকীয় কার্যালয়: হকার্স মার্কেট, ডিবি রোড, গাইবান্ধা। যোগাযোগ: 01713-739236
Copyright © 2025 গণ উত্তরণ. All Rights Reserved.