শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

দিপালী দেবী পরকীয়া প্রেমের বলি, লাশ মিলল তিস্তায়

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: ০৭:৩২:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২০
  • ২৮৯ বার পড়া হয়েছে

লালমনিরহাট প্রতিনিধি: ২২ বছর বয়সী রিকন মিয়ার মোবাইলে মিস কলের সূত্র ধরে পরিচয় ৩ সন্তানের জননী দিপালী দেবী সিংহ’র। ৪২ বছর বয়সী দিপালী দেবী সিংহ’র সাথে মোবাইলে এই পরিচয় থেকে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। দীর্ঘ ৩ বছর ধরে মোবাইলে কথা বলার পর বিয়ের সিদ্ধান্ত নেন তারা। কিন্তু প্রেমিক রিকন মিয়ার সাথে জুটি বাঁধতে বাড়ি থেকে বের হয়ে খুনের শিকার হলেন দিপালী দেবী সিংহ। এমন নৃশংস ঘটনাটি ঘটেছে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের পুর্ব বেজগ্রাম এলাকায়।

দিপালী দেবী সিংহ ওই এলাকার পরিমল দেব সিংহের স্ত্রী ও রিকন মিয়া হবিগঞ্জ জেলার আজমেরীগঞ্জ উপজেলার জলশুকা দক্ষিন পাড়া গ্রামের হিরন মিয়ার পুত্র বলে জানা গেছে।

পুলিশ জানায়, দিপালী দেবী সিংহ’র সাথে রিকন মিয়ার মোবাইল ফোনের মিস কল থেকে ৩ বছর আগে পরকীয়া প্রেমের সূত্রপাত। গত ৯ জুলাই রিকন মিয়াকে বিয়ে করতে সন্তান ও স্বামী ছেড়ে দিপালী দেবী সিংহ তার স্বামীর ৩ লক্ষ টাকা নিয়ে বাড়ি থেকে বের হয়। পরে দিপালী দেবী ওই এলাকার আফজাল হোসেনের পুত্র রমজান আলী ও ধনর উদ্দিনের পুত্র নজরুল ইসলামের শরণাপন্ন হন। রমজান আলী ও নজরুল ইসলাম দুজনে দিপালী দেবীকে নিয়ে ওইদিন রাতে পাটিকাপাড়া ইউনিয়নের পশ্চিম হলদিবাড়ী এলাকার আবুল হোসেনের পুত্র ওসমান আলীর বাড়িতে আশ্রয় নেন।

জনপ্রিয়

মারধর করে জমি লিখে নিয়ে পুত্র এবং প্রধানশিক্ষিকা পুত্রবধু মিলে বিতাড়িত করল বৃদ্ধ বাবা-মা কে

error: Content is protected !!

দিপালী দেবী পরকীয়া প্রেমের বলি, লাশ মিলল তিস্তায়

প্রকাশের সময়: ০৭:৩২:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২০

লালমনিরহাট প্রতিনিধি: ২২ বছর বয়সী রিকন মিয়ার মোবাইলে মিস কলের সূত্র ধরে পরিচয় ৩ সন্তানের জননী দিপালী দেবী সিংহ’র। ৪২ বছর বয়সী দিপালী দেবী সিংহ’র সাথে মোবাইলে এই পরিচয় থেকে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। দীর্ঘ ৩ বছর ধরে মোবাইলে কথা বলার পর বিয়ের সিদ্ধান্ত নেন তারা। কিন্তু প্রেমিক রিকন মিয়ার সাথে জুটি বাঁধতে বাড়ি থেকে বের হয়ে খুনের শিকার হলেন দিপালী দেবী সিংহ। এমন নৃশংস ঘটনাটি ঘটেছে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের পুর্ব বেজগ্রাম এলাকায়।

দিপালী দেবী সিংহ ওই এলাকার পরিমল দেব সিংহের স্ত্রী ও রিকন মিয়া হবিগঞ্জ জেলার আজমেরীগঞ্জ উপজেলার জলশুকা দক্ষিন পাড়া গ্রামের হিরন মিয়ার পুত্র বলে জানা গেছে।

পুলিশ জানায়, দিপালী দেবী সিংহ’র সাথে রিকন মিয়ার মোবাইল ফোনের মিস কল থেকে ৩ বছর আগে পরকীয়া প্রেমের সূত্রপাত। গত ৯ জুলাই রিকন মিয়াকে বিয়ে করতে সন্তান ও স্বামী ছেড়ে দিপালী দেবী সিংহ তার স্বামীর ৩ লক্ষ টাকা নিয়ে বাড়ি থেকে বের হয়। পরে দিপালী দেবী ওই এলাকার আফজাল হোসেনের পুত্র রমজান আলী ও ধনর উদ্দিনের পুত্র নজরুল ইসলামের শরণাপন্ন হন। রমজান আলী ও নজরুল ইসলাম দুজনে দিপালী দেবীকে নিয়ে ওইদিন রাতে পাটিকাপাড়া ইউনিয়নের পশ্চিম হলদিবাড়ী এলাকার আবুল হোসেনের পুত্র ওসমান আলীর বাড়িতে আশ্রয় নেন।