শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সকালে উঠে নামাজ পড়ে নিজেই চা বানিয়ে খাই বললেন প্রধানমন্ত্রী

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: ০২:৪৭:৫২ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২০
  • ২২১ বার পড়া হয়েছে

ডেক্স নিউজ : আওয়ামী লীগ সভাপতি, প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা বলেছেন, সকালে উঠে আমি জায়নামাজ খুঁজি, নামাজ পড়ি, কোরআন তিলাওয়াত করি। তারপর নিজের চা নিজে বানিয়ে খাই। তিনি বলেন, আমার ছোট বোন রেহানা আছে। যে আগে ওঠে সে চা বানায়। এখন আমার মেয়ে পুতুলও রয়েছে। আমরা নিজেরা করে খাই। এর আগে নিজের বিছানা থেকে নামার সঙ্গে সঙ্গে বিছানাটা গুছিয়ে রাখি নিজের হাতে।

বুধবার (৯ সেপ্টেম্বর) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত সময়ে সংসদ সদস্য ফখরুল ইমামের এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। শেখ হাসিনা বলেন, এরপরে বই-টই যা পড়ার পড়ি। ইদানিং করোনাভাইরাসের কারণে সকালে একটু হাঁটতে বের হই। তবে আরেকটা কাজ করি এখন। গণভবনে একটি লেক আছে। যখন হাঁটতে যাই, হাঁটা শেষে যখন লেকের পাশে বসি, তখন একটা সিপ নিয়ে বসি, মাছও ধরি। সরকার প্রধান বলেন, আমাদের বাবার শিক্ষা বাড়ির কাজের লোকজনকে হুকুম দেয়া যাবে না। আমার বাসায় যারা কাজ করে তাদের কখনো হুকুম দেই না। বলি, আমাকে এটা করে দিতে পারবে? সেই শিক্ষাই জাতির পিতা আমাদের দিয়েছেন।

জনপ্রিয়

মারধর করে জমি লিখে নিয়ে পুত্র এবং প্রধানশিক্ষিকা পুত্রবধু মিলে বিতাড়িত করল বৃদ্ধ বাবা-মা কে

error: Content is protected !!

সকালে উঠে নামাজ পড়ে নিজেই চা বানিয়ে খাই বললেন প্রধানমন্ত্রী

প্রকাশের সময়: ০২:৪৭:৫২ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২০

ডেক্স নিউজ : আওয়ামী লীগ সভাপতি, প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা বলেছেন, সকালে উঠে আমি জায়নামাজ খুঁজি, নামাজ পড়ি, কোরআন তিলাওয়াত করি। তারপর নিজের চা নিজে বানিয়ে খাই। তিনি বলেন, আমার ছোট বোন রেহানা আছে। যে আগে ওঠে সে চা বানায়। এখন আমার মেয়ে পুতুলও রয়েছে। আমরা নিজেরা করে খাই। এর আগে নিজের বিছানা থেকে নামার সঙ্গে সঙ্গে বিছানাটা গুছিয়ে রাখি নিজের হাতে।

বুধবার (৯ সেপ্টেম্বর) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত সময়ে সংসদ সদস্য ফখরুল ইমামের এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। শেখ হাসিনা বলেন, এরপরে বই-টই যা পড়ার পড়ি। ইদানিং করোনাভাইরাসের কারণে সকালে একটু হাঁটতে বের হই। তবে আরেকটা কাজ করি এখন। গণভবনে একটি লেক আছে। যখন হাঁটতে যাই, হাঁটা শেষে যখন লেকের পাশে বসি, তখন একটা সিপ নিয়ে বসি, মাছও ধরি। সরকার প্রধান বলেন, আমাদের বাবার শিক্ষা বাড়ির কাজের লোকজনকে হুকুম দেয়া যাবে না। আমার বাসায় যারা কাজ করে তাদের কখনো হুকুম দেই না। বলি, আমাকে এটা করে দিতে পারবে? সেই শিক্ষাই জাতির পিতা আমাদের দিয়েছেন।