শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

পুকুরের পাড় ধসে খামারের ৭টি গরু পানিডে ডুবে মৃত্যু

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: ০৩:১১:২৯ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২০
  • ৩০৭ বার পড়া হয়েছে
গোবিন্দগঞ্জ প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জ কাটাবাড়ী ইউনিয়নের ১০নং ঘোড়ামারা গ্রামের বাদশা মিয়ার গরুর খামারের দক্ষিন পাশের অংশ ধসে ৭টি গরু পানিতে ডুবে মৃত্যু হয়েছে। গতকাল রাত আনুমানিক ১১টায় বৃষ্টি চলাকালীন সময়ে বাদশা মিয়ার খামারের একাংশ ভেঙ্গে পুকুরের ভিতর পরে যায়। এলাকাবাসীর সুত্রে জানা যায় পুকুরটি সরকারী হওয়ায় ইজারাদারকে পুকুরটি খনননে বাধা দিলে ইষ্নানিত হয়ে অনেক গভীর ভাবে খনন করে। পুকুরটি গভীর হওয়ায় গরু গুলো পানিতে পড়ে অনেক গভীরে ডুবে যায়
এর ফলে পুকুর হতে গরু কয়টি তোলা সম্ভব হয়নি। পুকুর পাড়ে বসবাস রত ৪০ টি পরিবার ভুমিহীন হওয়ায় সরকার থেকে তাদের এখানে রাখা হয়েছে। তারা বলছেন আমরা অনেক বার পুকুর খননে বাধা এবং গোবিন্দগঞ্জ থানা সহ বিভিন্ন দপ্তরে অভিযোগ করেও কোন ফল হয়নী। এ পুকুরটি পাড় ঘেসে অনেক গভীর করে খনন করার কারনে আমরা খুব সমস্যার মধ্য দিন অতিবাহীত করছি। আমাদের বসত বাড়ী পুকুর সংলগ্ন হওয়ায় যে কোন মহুর্তেই বাড়ী ঘড় পুকুরে চলে যেতে পাড়ে। ক্ষতিগ্রস্ত খামারী বাদশা মিয়া বলছেন আমার জীবনের সব সঞ্চয় শেষ হয়ে গেছে আমার প্রায় ৬লক্ষ ৫০ হাজার টাকা ক্ষতি হয়েছে। আমার সংসার চালানো অসম্ভব হয়ে পড়বে পুকুরে পড়া গরুগুলো মধ্য ৪টি ষাড় ও ৩টি গাভী আছে।
জনপ্রিয়

মারধর করে জমি লিখে নিয়ে পুত্র এবং প্রধানশিক্ষিকা পুত্রবধু মিলে বিতাড়িত করল বৃদ্ধ বাবা-মা কে

error: Content is protected !!

পুকুরের পাড় ধসে খামারের ৭টি গরু পানিডে ডুবে মৃত্যু

প্রকাশের সময়: ০৩:১১:২৯ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২০
গোবিন্দগঞ্জ প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জ কাটাবাড়ী ইউনিয়নের ১০নং ঘোড়ামারা গ্রামের বাদশা মিয়ার গরুর খামারের দক্ষিন পাশের অংশ ধসে ৭টি গরু পানিতে ডুবে মৃত্যু হয়েছে। গতকাল রাত আনুমানিক ১১টায় বৃষ্টি চলাকালীন সময়ে বাদশা মিয়ার খামারের একাংশ ভেঙ্গে পুকুরের ভিতর পরে যায়। এলাকাবাসীর সুত্রে জানা যায় পুকুরটি সরকারী হওয়ায় ইজারাদারকে পুকুরটি খনননে বাধা দিলে ইষ্নানিত হয়ে অনেক গভীর ভাবে খনন করে। পুকুরটি গভীর হওয়ায় গরু গুলো পানিতে পড়ে অনেক গভীরে ডুবে যায়
এর ফলে পুকুর হতে গরু কয়টি তোলা সম্ভব হয়নি। পুকুর পাড়ে বসবাস রত ৪০ টি পরিবার ভুমিহীন হওয়ায় সরকার থেকে তাদের এখানে রাখা হয়েছে। তারা বলছেন আমরা অনেক বার পুকুর খননে বাধা এবং গোবিন্দগঞ্জ থানা সহ বিভিন্ন দপ্তরে অভিযোগ করেও কোন ফল হয়নী। এ পুকুরটি পাড় ঘেসে অনেক গভীর করে খনন করার কারনে আমরা খুব সমস্যার মধ্য দিন অতিবাহীত করছি। আমাদের বসত বাড়ী পুকুর সংলগ্ন হওয়ায় যে কোন মহুর্তেই বাড়ী ঘড় পুকুরে চলে যেতে পাড়ে। ক্ষতিগ্রস্ত খামারী বাদশা মিয়া বলছেন আমার জীবনের সব সঞ্চয় শেষ হয়ে গেছে আমার প্রায় ৬লক্ষ ৫০ হাজার টাকা ক্ষতি হয়েছে। আমার সংসার চালানো অসম্ভব হয়ে পড়বে পুকুরে পড়া গরুগুলো মধ্য ৪টি ষাড় ও ৩টি গাভী আছে।