
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের কাকিনা থেকে মহিপুর হয়ে রংপুরের বাংলাদেশ ব্যাংকের মোড় পর্যন্ত সড়কে তিন চাকা চালিত থ্রী হুইলার গাড়ি চলাচলের অনুমতি ও পুলিশ হয়রানী বন্ধের দাবীতে সড়ক অবরোধ করেছে শ্রমিকরা।
রোববার (১১ অক্টোবর) সকাল থেকে ৫ শতাধিক শ্রমিক কাকিনা মহিপুর সড়কের সিরাজুল মাকের্ট এলাকায় সড়ক অবরোধ শুরু করেন। ফলে সড়কের দু'পাশে অসংখ্য যানবাহন আটকা পড়েছে।
শ্রমিকরা জানান, সরকারকে কর ভ্যাট জমা দিয়ে গাড়ী ক্রয় করেছি। সেই গাড়ী কি ভাবে অবৈধ হয়। অবৈধর অযুহাতে পুলিশ না ভাবে হয়রানী করেন। তাদের দাবী নানা মানা পযর্ন্ত সড়ক অবরোধ চলবে।
খবর পেয়ে সকাল কালীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইচ চেয়ারম্যান তাহির তাহু সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদকে বিষয়টি ফোনে জানান। পরে তাহির তাহু ঘটনাস্থলে গিয়ে বিষযটি সমাধানে সমাজকল্যাণ মন্ত্রী আশ্বাস দিয়েছেন তা শ্রমিকদের জানান। মন্ত্রীর আশ্বাসে শ্রমিকরা সড়ক প্রত্যাহার করেন।
প্রকাশক ও সম্পাদক: মোঃ আতিকুর রহমান আতিক বাবু, বার্তা সম্পাদক: শামসুর রহমান হৃদয়, বিজ্ঞাপন বিভাগ: রওশন সরকার, 01707-480805, সম্পাদকীয় কার্যালয়: হকার্স মার্কেট, ডিবি রোড, গাইবান্ধা। যোগাযোগ: 01713-739236
Copyright © 2025 গণ উত্তরণ. All Rights Reserved.