
সুনামগঞ্জ প্রতিনিধি : ঘরে বসে আর নয়, রাজপথে এবার সোচ্চার হই” শ্লোগানে ধর্ষকদের দ্রুত বিচার বাস্তবায়নের দাবিতে বিশাল আকারের জাতীয় পতাকা নিয়ে পদযাত্রা ও প্রতিবাদ সমাবেশ করেছে সুনামগঞ্জের সামাজিক ও সাংস্কৃতিককর্মীরা। শহরের অন্তত ২০ টি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের কর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি পেশার লোকজন এই কর্মসূচিতে অংশগ্রহণ করে। আজ সকাল ১১ টায় সুনামগঞ্জ শহরের পুরাতন শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ থেকে ধর্ষণ বিরোধী একটি প্রতিবাদী পদযাত্রা বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে হোসন বখত চত্ত¡রে সমাবেশে মিলত হয়। সমাবেশে বক্তব্য রাখেন, জেলা উদীচীর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, নাঠ্যকর্মী সামিনা চৌধুরী মনি, বিধান চন্দ বণিক, ফারজিয়া হক ফারিন, সামির পল্লব, সাবেক ছাত্রনেতা দ্বিপাল ভট্টাচার্য্য, নাহাত হাসান পলৌমী, মাকসুর রহমান দিপু, এ আহসান রাজিব প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন,‘দেশে নারী ও শিশু নির্যাতনের ঘটনা আশঙ্কাজনকহারে বেড়েছে। নারী-শিশুরা ঘরে-বাইরে কোথাও এখন নিরাপদ নয়। সমাজের সর্বত্র এখন একটা ভীতিকর অবস্থা বিরাজ করছে। নারী নির্যাতন, নারী প্রতি সহিংসতা রোধে ধর্ষকদের বিচার দ্রুত বাস্তবায়ন করতে হবে। ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি দিতে হবে। পাশাপাশি এসব জগণ্য কর্মকান্ড রুখতে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। রাষ্ট্রকে নারী ও শিশুদের নিরাপত্তায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।’
প্রকাশক ও সম্পাদক: মোঃ আতিকুর রহমান আতিক বাবু, বার্তা সম্পাদক: শামসুর রহমান হৃদয়, বিজ্ঞাপন বিভাগ: রওশন সরকার, 01707-480805, সম্পাদকীয় কার্যালয়: হকার্স মার্কেট, ডিবি রোড, গাইবান্ধা। যোগাযোগ: 01713-739236
Copyright © 2025 গণ উত্তরণ. All Rights Reserved.