
বরগুনা প্রতিনিধি : বঙ্গোপসাগর সংলগ্ন বরগুনার পাথরঘাটা উপজেলার লালদিয়ার চর থেকে বিপুল পরিমাণ দেশীয় আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র উদ্ধার করেছে কোস্টগার্ড। মঙ্গলবার (১৩ অক্টোবর) ভোর রাত তিনটার দিকে একটি মাছধরা ট্রলারে অভিযান চালিয়ে অস্ত্রগুলো উদ্ধার করা হয়। তবে কাউকে আটক করতে পারেনি কোস্টগার্ড।
এ বিষয়ে কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশনের কমান্ডার লেঃ মেহেদী হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভোররাতে পাথরঘাটা উপজেলার লালদিয়ার চরে একটি ট্রলারে অভিযান চালায় কোস্টগার্ড। এসময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ট্রলারে থাকা সন্ত্রাসীরা বনের ভেতরে পালিয়ে যায়। পরে ট্রলারে তল্লাশি চালিয়ে ৭টি দেশীয় পিস্তল, ১৪টি একনলা বন্দুক ও ১০টি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। এ ঘটনায় অস্ত্রগুলো পাথরঘাটা থানায় জমা দিয়ে একটি সাধারণ ডায়েরি করা হবে বলে জানান তিনি।
প্রকাশক ও সম্পাদক: মোঃ আতিকুর রহমান আতিক বাবু, বার্তা সম্পাদক: শামসুর রহমান হৃদয়, বিজ্ঞাপন বিভাগ: রওশন সরকার, 01707-480805, সম্পাদকীয় কার্যালয়: হকার্স মার্কেট, ডিবি রোড, গাইবান্ধা। যোগাযোগ: 01713-739236
Copyright © 2025 গণ উত্তরণ. All Rights Reserved.