
নীলফামারী প্রতিনিধি : নীলফামারীতে আব্দুল হাকিম (৪৫) নামে ভুয়া এক গোয়েন্দা পুলিশকে (ডিবি) আটক করেছে জলঢাকা থানা পুলিশ। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে জলঢাকা উপজেলার কৈমারী বাজার থেকে তাকে আটক করা হয়। আব্দুল হাকিম লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার রসুলগঞ্জ এলাকার ছলেমান আলীর ছেলে।
পুলিশ জানায়, কৈমারী বাজারের ব্যবসায়ী আল আমিন এর দোকানে মালামাল কিনতে তিনজন ব্যক্তি মোটরসাইকেলে আসেন। এরমধ্যে একজন ডিবি পুলিশ পরিচয় দিয়ে বিভিন্ন মালামাল চান এবং সেগুলোর মেয়াদ রয়েছে কিনা তা দেখার জন্য দোকানের ভেতরে প্রবেশ করেন। একপর্যায়ে দোকানের ক্যাশ বাক্স থেকে ৩০ হাজার টাকা ছিনতাই করলে দোকান মালিকের সাথে তার কথা কাটাকাটি শুরু হয়। এসময় স্থানীয়রা জড়ো হয়ে ওই ব্যক্তিকে আটকে করে। আর বাকি দুজন পালিয়ে যায়। বিষয়টি জানতে পেরে পুলিশ সেখান থেকে তাকে আটক করে থানায় নিয়ে আসে। বিষয়টি নিশ্চিত করে জলঢাকা থানার উপ-পরিদর্শক আব্দুর রশিদ জানান, এ ঘটনায় জড়িত অন্য দু’জনের নাম জানা গেছে। তাদেরও গ্রেফতার করার চেষ্টা চলছে।
প্রকাশক ও সম্পাদক: মোঃ আতিকুর রহমান আতিক বাবু, বার্তা সম্পাদক: শামসুর রহমান হৃদয়, বিজ্ঞাপন বিভাগ: রওশন সরকার, 01707-480805, সম্পাদকীয় কার্যালয়: হকার্স মার্কেট, ডিবি রোড, গাইবান্ধা। যোগাযোগ: 01713-739236
Copyright © 2025 গণ উত্তরণ. All Rights Reserved.