
সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের তাড়াশে একটি রড বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ঘরে ঢুকে গেলে রাজিব (১৭) নামে একজন নিহত হয়েছেন। সোমবার (১৯ অক্টোবর) ভোর ৬টায় উপজেলার মহিষলুটি বাজারে এ ঘটনা ঘটে । নিহত রাজিব মহিষলুটি গ্রামের রহিচ উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানান, রড বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মহিষলুটি বাজারের পূর্বপাশে বসত বাড়ির ভেতরে ঢুকে পড়ে। এসময় ঘরে ঘুমিয়ে থাকা যুবক রাজিবকে ট্রাকের চাপায় ঘটনাস্থলেই মারা যায়।
এ ব্যাপারে হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি বলেন, ভোর ৬ টার দিকে ঢাকা থেকে রাজশাহী গামী একটি রডবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বসত ঘরে ঢুকে পড়লে ঘটনাস্থলে রাজিব নামে ১জন নিহত হয়। নিহতের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিবহন আইনে ট্রাকের ড্রাইভার ও মালিকের নামে মামলা দায়ের করা হবে।
প্রকাশক ও সম্পাদক: মোঃ আতিকুর রহমান আতিক বাবু, বার্তা সম্পাদক: শামসুর রহমান হৃদয়, বিজ্ঞাপন বিভাগ: রওশন সরকার, 01707-480805, সম্পাদকীয় কার্যালয়: হকার্স মার্কেট, ডিবি রোড, গাইবান্ধা। যোগাযোগ: 01713-739236
Copyright © 2025 গণ উত্তরণ. All Rights Reserved.