
নরসিংদী প্রতিনিধি : ঢাকা সিলেট মহাসড়কের নরসিংদীর শিবপুরে বাস খাদে পড়ে মোশাররফ হোসেন (৬০) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। নিহত মোশাররফ শিবপুরের ঘাসিদ্দিয়া পুকুর পাড় এলাকার মৃত মহাজ উদ্দিনের ছেলে। শনিবার (৩১ অক্টোবর) সকাল নয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে খাদে পড়া বাসটি উদ্ধার করে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ।
পুলিশ ও এলকাবাসী সূত্রে জানা যায়, কিশোরগঞ্জ থেকে ঢাকাগামী যাতায়াত পরিবহনের একটি বাস ঢাকার উদ্দেশ্য যাচ্ছিল। পথিমধ্যে শিবপুরের ঘাসিদ্দিয়া এলাকায় পৌঁছালে চাকা ফেটে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এসময় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা মোশাররফ হোসেন নামের ওই বৃদ্ধ পিষ্ট হয়ে মারা যান।
ইটাখোলা হাইওয়ে পুলিশের উপ পরিদর্শক জহিরুল ইসলাম জানান, যাতায়াত পরিবহন বাসটির চাকা ফেটে গেলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের পুকুর পড়ে যায়। এসময় বাসের চাকায় পিষ্ট হয়ে পথচারীর মৃত্যু হয়।
প্রকাশক ও সম্পাদক: মোঃ আতিকুর রহমান আতিক বাবু, বার্তা সম্পাদক: শামসুর রহমান হৃদয়, বিজ্ঞাপন বিভাগ: রওশন সরকার, 01707-480805, সম্পাদকীয় কার্যালয়: হকার্স মার্কেট, ডিবি রোড, গাইবান্ধা। যোগাযোগ: 01713-739236
Copyright © 2025 গণ উত্তরণ. All Rights Reserved.