সাঘাটা প্রতিনিধিঃ গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনাপাড়া বাজারে ফ্রি/ফাও সিগারেট নিতে গিয়ে এসআই প্রতারক সাগরকে (২৯) আটক করেছে পুলিশ । বুধবার সারে ৪ টার দিকে সাঘাটার বোনারপাড়া বাজারের রিপন পান ষ্টোরের সামনে থেকে তাকে আটক করা হয় ।
আটককৃত সাগর হোসেন সাঘাটা উপজেলার কামালের পাড়া ইউনিয়নের বারোকোনা গ্রামের সাইদুর রহমানের ছেলে ।
প্রত্যক্ষদর্শী জানান, বোনারপাড়া বাজারের রিপন কুমারের পানের দোকান থেকে প্রতারক সাগর মিয়া এক প্যাকেট সিগারেট নিয়ে, ৫০০ টাকা ধার চায় এবং বোনারপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এস আই হিসাবে নব্য যোগ দানের কথা জানান । বিষয়টি দোকানদার রিপনের সন্দেহ হলে বোনারপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই দিলিপ কুমারকে জানান । পরে এএসআই দিলিপ কুমার ঘটনাস্থল থেকে এসআই পরিচয়কারী প্রতারক সাগরকে আটক করে । এসময় তার কাছ থেকে পুলিশের পোশাক পরা ভুয়া আইডি কার্ড পাওয়া যায় ।
এ বিষয়ে সাঘাটা থানার বোনারপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইন্চার্জ এনায়েত হোসেনের সাথে কথা বললে তিনি জানান, বিষয়টি নিয়ে জিজ্ঞাসা বাদ চলছে, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে ।
প্রকাশক ও সম্পাদক: মোঃ আতিকুর রহমান আতিক বাবু, বার্তা সম্পাদক: শামসুর রহমান হৃদয়, বিজ্ঞাপন বিভাগ: রওশন সরকার, 01707-480805, সম্পাদকীয় কার্যালয়: হকার্স মার্কেট, ডিবি রোড, গাইবান্ধা। যোগাযোগ: 01713-739236
Copyright © 2025 গণ উত্তরণ. All Rights Reserved.