আজ ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে মে, ২০২৪ ইং

রংপুর বিভিাগের ৮ জেলার ভিডিপি সদস্যদের নিয়ে দিনাজপুরে দীর্ঘ মেয়াদী বিভিন্ন প্রশিক্ষন কোর্সের আনুষ্ঠানিক উদ্ভোধন

 

দিনাজপুর প্রতিনিধি : রংপুর বিভিাগের ৮ জেলার ভিডিপি সদস্যদের নিয়ে দিনাজপুরে বিভিন্ন দীর্ঘ মেয়াদী প্রশিক্ষন কোর্সের আনুষ্ঠানিক উদ্ভোধন । মুজিব জন্মশত বার্ষিকী উপলক্ষে আজ মঙ্গলবার সকালে দিনাজপুর আনসার ভিডিপি কার্য্যালয়ে প্রশিক্ষন মিলনায়তনে রংপুর বিভাগের ৮ জেলার ১৯০ জন প্রশিক্ষানার্থীকে নিয়ে দীর্ঘ মেয়াদী বিভিন্ন কোর্সের উদ্ধোধন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্ভোধন করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রংপুর রেঞ্জের পরিরচালক একেএম জিয়াউল আলম। ১১ আনসার ব্যাটালিয়ন, হিলি হাকিমপুর ও দিনাজপুর জেলা আনসার কমান্ডার মো: আব্দুল মজিদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আনসার ভিডিপি‘র সহকারী জেলা কমান্ড্যান্ট মো: ইবনুল হক। উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, দেশের বেকারত্ব দুরীকরণ ও দক্ষ জনশক্তি তৈরীর মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নের জন্যই বিভিন্ন প্রশিক্ষন কোর্সের কার্য্যক্রম গ্রহন করা হয়েছে। আমরা চাই, ভিডিপির সদস্যরা প্রশিক্ষনের মাধ্যমে সু-শৃংখল ও দক্ষ জনশক্তিই আমাদের অভাবনীয় প্রয়োজন মেটাবে। উল্লেখ্য, দিনাজপুর আনসার-ভিডিপি আঞ্চলিক কারিগরী প্রশিক্ষন কেন্দ্রে সেলাই ও ফ্যাশন ডিজাইন,মোটর ড্রাইভিং ও মেকানিক্স এবং অস্ত্রসহ দীর্ঘমেয়াদী বিভিন্ন প্রশিক্ষনে অংশ নিচ্ছে রংপুর বিভাগের ৮ জেলার ১৯০ জন প্রশিক্ষনার্থী । 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...