শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

দাম বাড়ল এলপি গ্যাসের

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: ০৪:১২:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জুলাই ২০২১
  • ১৯৭ বার পড়া হয়েছে

ডেক্স নিউজ : তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বিশ্ববাজারে বৃদ্ধি পাওয়ায় দেশে ভোক্তাপর্যায়ে মূল্য সমন্বয় করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এলপিজি ১২ কেজি সিলিন্ডারের মুসকসহ ৮৯১ টাকা থেকে বাড়িয়ে ৯৯৩ টাকা করা হয়েছে, যা কার্যকর হবে আগামী ১ আগস্ট থেকে। বৃহস্পতিবার (২৯ জুলাই) এক অনলাইন সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন দাম ঘোষণা করে জ্বালানি খাতের নিয়ন্ত্রক সংস্থা বিইআরসি।

তবে বেসরকারি পর্যায়ে এলপিজি দাম বাড়িয়ে সমন্বয় করা হলেও উৎপাদন পর্যায়ে ব্যয় পরিবর্তন না হওয়ায় রাষ্ট্রায়ত্ত কোম্পানির এলপিজির দাম পরিবর্তন করা হয়নি। সরকারি সাড়ে ১২ কেজি এলপিজির দাম ৫৯১ টাকাই থাকছে। গাড়িতে ব্যবহৃত এলপিজির নতুন দাম প্রতি লিটার ৪৮ টাকা ৭১ পয়সা। এর আগে এটি ছিল ৪৪ টাকা। গত ১২ এপ্রিল দেশে প্রথমবারের মতো এলপিজির দাম নির্ধারণ করেছিল জ্বালানি খাতের নিয়ন্ত্রক সংস্থা বিইআরসি। এর পর থেকে প্রতি মাসে একবার দাম সমন্বয় করা হচ্ছে।

জানা যায়, এলপিজি তৈরির মূল উপাদানগুলো বিভিন্ন দেশ থেকে আমদানি করা হয়। প্রতি মাসে এলপিজির এই দুই উপাদানের মূল্য প্রকাশ করে সৌদি আরামকো। এটি কার্গো মূল্য (সিপি) নামে পরিচিত। এই সৌদি সিপি ভিত্তি মূল্য ধরেই দেশে এলপিজির মূল্য সমন্বয় করেছে বিইআরসি।

জনপ্রিয়

মারধর করে জমি লিখে নিয়ে পুত্র এবং প্রধানশিক্ষিকা পুত্রবধু মিলে বিতাড়িত করল বৃদ্ধ বাবা-মা কে

error: Content is protected !!

দাম বাড়ল এলপি গ্যাসের

প্রকাশের সময়: ০৪:১২:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জুলাই ২০২১

ডেক্স নিউজ : তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বিশ্ববাজারে বৃদ্ধি পাওয়ায় দেশে ভোক্তাপর্যায়ে মূল্য সমন্বয় করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এলপিজি ১২ কেজি সিলিন্ডারের মুসকসহ ৮৯১ টাকা থেকে বাড়িয়ে ৯৯৩ টাকা করা হয়েছে, যা কার্যকর হবে আগামী ১ আগস্ট থেকে। বৃহস্পতিবার (২৯ জুলাই) এক অনলাইন সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন দাম ঘোষণা করে জ্বালানি খাতের নিয়ন্ত্রক সংস্থা বিইআরসি।

তবে বেসরকারি পর্যায়ে এলপিজি দাম বাড়িয়ে সমন্বয় করা হলেও উৎপাদন পর্যায়ে ব্যয় পরিবর্তন না হওয়ায় রাষ্ট্রায়ত্ত কোম্পানির এলপিজির দাম পরিবর্তন করা হয়নি। সরকারি সাড়ে ১২ কেজি এলপিজির দাম ৫৯১ টাকাই থাকছে। গাড়িতে ব্যবহৃত এলপিজির নতুন দাম প্রতি লিটার ৪৮ টাকা ৭১ পয়সা। এর আগে এটি ছিল ৪৪ টাকা। গত ১২ এপ্রিল দেশে প্রথমবারের মতো এলপিজির দাম নির্ধারণ করেছিল জ্বালানি খাতের নিয়ন্ত্রক সংস্থা বিইআরসি। এর পর থেকে প্রতি মাসে একবার দাম সমন্বয় করা হচ্ছে।

জানা যায়, এলপিজি তৈরির মূল উপাদানগুলো বিভিন্ন দেশ থেকে আমদানি করা হয়। প্রতি মাসে এলপিজির এই দুই উপাদানের মূল্য প্রকাশ করে সৌদি আরামকো। এটি কার্গো মূল্য (সিপি) নামে পরিচিত। এই সৌদি সিপি ভিত্তি মূল্য ধরেই দেশে এলপিজির মূল্য সমন্বয় করেছে বিইআরসি।