
হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের লাখাইয়ে গলায় ফাঁস দিয়ে বোরহান নামে এক টমটম চালক আত্নহত্যা করেছে৷ লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার ভাদিকারা গ্রামে পারিবারিক কলহের জের ধরে গতকাল সোমবাব দিনগত রাতের কোন এক সময় ঘরের পাশে পিয়ারা গাছে গলায় রশি দিয়ে ফাঁস লাগিয়ে আত্বহত্যা করে। ভোরে তাকে ঘরে না দেখতে পেয়ে বাড়ির লোকজন খোঁজতে থাকে।এক পর্যায়ে তাকে ঘরের পাশে পিয়ারা গাছে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। সংবাদ পেয়ে লাখাই থানা পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করে। টমটম চালক বোরহান মিয়া(৩৫) উপজেলার ভাদিকারা গ্রামের মৃত আকবর মিয়ার পুত্র। এ ব্যাপারে লাখাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম এর সাথে আলাপকালে লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন লাশ মর্গে প্রেরন করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক: মোঃ আতিকুর রহমান আতিক বাবু, বার্তা সম্পাদক: শামসুর রহমান হৃদয়, বিজ্ঞাপন বিভাগ: রওশন সরকার, 01707-480805, সম্পাদকীয় কার্যালয়: হকার্স মার্কেট, ডিবি রোড, গাইবান্ধা। যোগাযোগ: 01713-739236
Copyright © 2025 গণ উত্তরণ. All Rights Reserved.