
কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ায় করোনা ও উপসর্গে আরও ৬ জনের মৃত্যু এবং জেলায় ‘গত ২৪ ঘণ্টায় ৫৩৮ টি নমুনা পরীক্ষার বিপরীতে ২৩৩ জনের করোনা শনাক্ত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবদুল মোমেন এসব তথ্য নিশ্চিত করেছেন। সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত এদের মৃত্যু হয়েছে। তিনি বলেন, ‘বর্তমানে ২২৬ জন রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১৮০ জন এবং উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ৪৬ জন।’জেলায় বর্তমানে করোনায় আক্রান্তের সংখ্যা হচ্ছে ১৫ হাজার ১২৯ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১১ হাজার ৩১৮ জন। এ পর্যন্ত করোনা ও উপসর্গ নিয়ে মারা গেছেন ৫৭৬ জন।
প্রকাশক ও সম্পাদক: মোঃ আতিকুর রহমান আতিক বাবু, বার্তা সম্পাদক: শামসুর রহমান হৃদয়, বিজ্ঞাপন বিভাগ: রওশন সরকার, 01707-480805, সম্পাদকীয় কার্যালয়: হকার্স মার্কেট, ডিবি রোড, গাইবান্ধা। যোগাযোগ: 01713-739236
Copyright © 2025 গণ উত্তরণ. All Rights Reserved.