
টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সহবতপুর ইউনিয়নের চর ডাঙ্গা গ্রামের ২ চাচাতো এবং খালতো ভাই, খেলতে গিয়ে ডোবার পানিতে পড়ে মৃত্যু বরণ করেছে। পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, এলাকার আপন ২ বোনের বিয়ে হয়েছিলো আপন ২ ভাইয়ের সাথে। তাদের ঘর আলো করে ৬ বছর আগে জন্ম নেয় ২ ছেলে সন্তান। আজ ৩ আগষ্ট মঙ্গলবার সকালে সাঁতার না জানা, জাহিদের ছেলে তালহা (৬) এবং রাসেলের ছেলে আব্দুর রহমান (৬) বাড়ির পাশের ডোবায় খেলতে গিয়ে পানিতে পড়ে গেলে, তাদের উদ্ধার করে সদর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে পরিবার। সকাল ১১.৩০ মিনিটের সময়, কর্ত্যবরত ডাক্তার প্রিয়া মন্ডল তাদের মৃত ঘোষণা করেন। তিনি বলেন, হাসপাতালে শিশুদের মৃত অবস্থায় আনা হয়েছিল। তাই আমাদের কিছুই করার ছিলো না। এতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে আশে।
প্রকাশক ও সম্পাদক: মোঃ আতিকুর রহমান আতিক বাবু, বার্তা সম্পাদক: শামসুর রহমান হৃদয়, বিজ্ঞাপন বিভাগ: রওশন সরকার, 01707-480805, সম্পাদকীয় কার্যালয়: হকার্স মার্কেট, ডিবি রোড, গাইবান্ধা। যোগাযোগ: 01713-739236
Copyright © 2025 গণ উত্তরণ. All Rights Reserved.