আজ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৪ ইং

হুন্ডি ব্যবসায়িকে জেলা আ’লীগ কমিটিতে কো-আপ, প্রতিবাদে মানববন্ধন

লালমনিরহাট প্রতিনিধি : সদস্য ঘোষিত লালমনিরহাট জেলা আওয়ামীলীগের কার্যকরী কমিটিতে বিতর্কিত হুন্ডি ব্যবসায়ীকে কো-আপ ঘোষনা করার প্রতিবাদে মানববন্ধন করেছেন আ’লীগের বঞ্চিত নেতাকর্মীরা।

রোববার(৫ সেপ্টেম্বর) দুপুরে লালমনিরহাট শহরের পৌরসভা এলাকার উত্তরন সুপার মার্কেটের সামনে ঘন্টা ব্যাপী মানববন্ধন করেন নেতাকর্মীরা।

মানববন্ধনে অংশ নেয়া নেতাকর্মীরা জানান, বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি প্রধানমন্ত্রীর নির্দেশে সম্পাদকের স্বাক্ষরীত লালমনিরহাট জেলা আওয়ামীলীগের কার্যকরী কমিটি ঘোষনা করা হয়। সেই তালিকার বাহিরে শনিবার(৪ সেপ্টেম্বর) নতুন কমিটির পরিচিতি সভায় টাকার জোরে কো-আপ পদে সংযুক্ত করা হয় বিতর্কিত হুন্ডি ব্যবসায়ী সাখওয়াত হোসেন সুমন খানকে। যা নিয়ে দীর্ঘ দিন ধরে জেলা আওয়ামীলীগের দ্বন্দ্ব প্রকাশ্য রুপ লাভ করে। সংঘর্ষ এড়াতে তিন স্তরের কঠোর নিরাপত্তায় শনিবার দলীয় কার্যালয়ে নতুন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। এ সময় শহরের অধিকাংশ সড়ক ও মার্কেট পুলিশি পাহাড়ায় বন্ধ রাখা হয়।

জেলা আওয়ামীলীগের কার্যকরী কমিটিতে কো-আপ পদে বিতর্কিত সাখওয়াত হোসেন সুমন খানকে রাখায় ক্ষিপ্ত হয়ে উঠে তৃনমুল আওয়ামীলীগ। কো-আপ পদে বিতর্কিতকে রাখার প্রতিবাদে এবং দ্রুত সংশোধনের দাবিতে রোববার দুপুরে মানববন্ধন করেন পদবঞ্চিত আওয়ামীলীগ পরিবার।

মানববন্ধনে বক্তব্য রাখেন, লালমনিরহাট পৌর আওয়ামীলীগের তথ্য ও গবেষনা সম্পাদক রমজান আলী, সদর উপজেলা যুবলীগ সভাপতি শফিকুল ইসলাম, সদর উপজেলা শ্রমিকলীগের সম্পাদক দুলু, পৌর যুবলীগ সভাপতি আলমগীর হোসেন ও জেলা যুবলীগের উপ প্রচার সম্পাদক তপন প্রমুখ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...