
গাইবান্ধা জেলা মটর মালিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আজ শনিবার সংগঠন কার্যালয়ে অনুষ্ঠিত হয়। গত ২০ অক্টোবর ১১টি পদের মধ্যে ৮ জন কর্মকর্তা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন এবং বাকি ৩টি পদের মধ্যে আজ শনিবার সভাপতি কাজী মকবুল হোসেন মুকুল, সহ-সাধারণ সম্পাদক আব্দুল মালেক নাপু ও সড়ক সম্পাদক পদে মো. কামরুল হাসান নির্বাচিত হন।

এর আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় যারা নির্বাচিত হয়েছেন তারা হচ্ছেন- সহ-সভাপতি মো. শাহাদাত হোসেন আনন্দ, সাধারণ সম্পাদক এসএম নাজিবুর আমিন নান্নু, অর্থ সম্পাদক খন্দকার ফজলুল করিম, সাংগঠনিক সম্পাদক মো. খয়বার হোসেন সরকার, দপ্তর সম্পাদক আতিকুর রহমান আতিক বাবু, প্রচার সম্পাদক মো. আব্দুল লতিফ, কার্যকরি সদস্য মোছা. শাহজাদি বেগম ও মো. মশিউর রহমান রনক।

এ নির্বাচনে ৬৯ জন ভোটারের মধ্যে ৬১ জন ভোট প্রদান করেন। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন আবু বকর সিদ্দিক।
প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা সমাজসেবা অফিসার মানিক চন্দ্র রায়।
প্রকাশক ও সম্পাদক: মোঃ আতিকুর রহমান আতিক বাবু, বার্তা সম্পাদক: শামসুর রহমান হৃদয়, বিজ্ঞাপন বিভাগ: রওশন সরকার, 01707-480805, সম্পাদকীয় কার্যালয়: হকার্স মার্কেট, ডিবি রোড, গাইবান্ধা। যোগাযোগ: 01713-739236
Copyright © 2025 গণ উত্তরণ. All Rights Reserved.