
টাঙ্গাইল প্রতিনিধি : ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একটি ট্রাকে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে চালক দগ্ধ হয়েছেন। টাঙ্গাইল ফায়ার সার্ভিসের উপ-পরিচালক রেজাউল রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, শনিবার সকাল সাড়ে ৯টার দিকে কালিহাতীর ছোট বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ভুট্টাবোঝাই একটি ট্রাক ঢাকার দিকে যাচ্ছিল। অপরদিকে ঢাকা থেকে ছেড়ে আসা সিমেন্টবোঝাই একটি ট্রাক উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। ঘটনাস্থলে পৌঁছালে সিমেন্টবোঝাই ট্রাকের চাকা ফেটে যায়। এতে ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারালে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় একটি ট্রাকে আগুন লেগে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে একটি ট্রাকের চালক আটকা পড়েন এবং আগুনে দগ্ধ হন। আহত হন আরেকজন। তাদের উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ দুর্ঘটনার ফলে মহাসড়কের উভয় পাশে অন্তত ২৫ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে কাজ করছে।
প্রকাশক ও সম্পাদক: মোঃ আতিকুর রহমান আতিক বাবু, বার্তা সম্পাদক: শামসুর রহমান হৃদয়, বিজ্ঞাপন বিভাগ: রওশন সরকার, 01707-480805, সম্পাদকীয় কার্যালয়: হকার্স মার্কেট, ডিবি রোড, গাইবান্ধা। যোগাযোগ: 01713-739236
Copyright © 2025 গণ উত্তরণ. All Rights Reserved.